Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- অতি মারাত্মক পরিস্থিতি বলল WHO। গোটা বিশ্বে করোনা অতিমারীতে আক্রান্তের সংখ্যা ৭৭ লক্ষ ৮৫ হাজার ৮৯৪ জন। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫ হাজার ১৬৮জনের। এই উদ্বেগের পরিস্থিতিতে সোমবার বিশ্বস্বাস্থ্য সংস্থা হু আরও একবার সতর্ক করল সারা বিশ্ববাসীকে। করোনা পরিসংখ্যান নিয়ে সন্তুষ্টির সময় আসেনি এখনই। বরং পরিস্থিতি প্রতিদিন আরো বেশি খারাপ হচ্ছে।
সোমবার ‘হু’-এর ডিরেক্টর জেনারেল ট্রেডস আধানম গাবরেসাস বলেন , আমেরিকায় করোনা সংক্রমণের হার এখনও উর্ধ্বমুখী। বিশ্বজুড়েই রোজ উদ্বেগজনক ভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে আমেরিকার বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন স্ফুলিঙ্গের মতো বহির্বিশ্বে ছড়িয়ে পড়ায় প্রমাদ গুণছে হু। সংস্থার অনুরোধ, মানুষ যেন সুরক্ষাবিধি মেনে বিক্ষোভে যোগ দেন।
জেনেভা থেকে এক ভার্চুয়াল কনফারেন্সে সোমবার টেড্রস আধানম গাবরেসাস বলেন, “করোনার পরিসংখ্যানের নিরিখে ক্রমেই উন্নতি করছে ইউরোপের দেশ গুলি । কিন্তু তুলনায় খারাপ হচ্ছে বিশ্বপরিস্থিতি। করোনার নতুন ভর কেন্দ্র এখন লাতিন আমেরিকা। এমন পরিস্থিতিতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর বিচারপ্রার্থীদের হু-র তরফে সেফ প্রটেস্টের পন্থা নেওয়ার ডাক দিচ্ছে। অনুরোধ করা হচ্ছে কোনও শারীরিক অসুবিধে নিয়ে কেউ যাতে আন্দোলনে যোগ না দেন।
হু-র -এর তরফে আরও জানানো হয়েছে, ১২৬ টি দেশে ১২৯ মিলিয়ন পিপিই কিট পৌঁছে দিয়েছে তাঁরা। আগামী দিনে আরো বেশি করে টেস্ট ও কোয়ারেন্টাইন যাতে সঠিক হয় সেই দিকে সব দেশের নজর দিতে হবে।
Highlights
1. অতি মারাত্মক পরিস্থিতি বলল WHO
2. ১২৬ টি দেশে ১২৯ মিলিয়ন পিপিই কিট পৌঁছে দিয়েছে তাঁরা
# Corona # WHO