Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আজকের এই প্রতিবেদনে আমরা জিও অফার (Jio 25GB Data Offer), ভারতি এয়ারটেল (Airtel best data plan) এবং ভোডাফোন আইডিয়া (Vi 25GB Offer) কিছু অফার সম্পর্কে আলোচনা করতে চলেছি। বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া কিছু ভাবাই যায় না। কিন্তু অনেকেই আছেন যারা কম খরচে বেশি ডেটা পেতে চান। তাদের জন্য রয়েছে Jio, Airtel ও Vi এর কিছু বিশেষ প্ল্যান যেখানে মাত্র ৫০ টাকারও কমে আপনি পেয়ে যাচ্ছেন 25 GB পর্যন্ত ডেটা। চলুন দেখে নেওয়া যাক এই দুর্দান্ত অফার গুলি।
Airtel VI Jio 25GB Data Offer
বিগত বছরে সকল বেসরকারি টেলিকম কোম্পানি গুলোর তরফে সকল প্ল্যানের দাম বৃদ্ধি করে দেওয়া হয়েছিলো এবং সেই সময়ে দেশের সরকারি কোম্পানি BSNL এর তরফে দাম বৃদ্ধি না করার ফলে অনেক গ্রাহকরা জিও, এয়ারটেল ও ভিআই ছেড়ে দিয়ে বিএসএনএলে যোগ দিয়েছিল এই জন্য সকল কোম্পানি গুলোর নিজেদের অনেকটাই ক্ষতি হয়েছিলো, আর সেই ক্ষতিপূরণ করার জন্য এই সকল কোম্পানি দারুণ খবর দিয়েছে গ্রাহকদের।
Jio 25GB Data Offer
Jio বর্তমানে তাদের ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে বিশেষ “Data Booster Pack”. এই প্ল্যানে 25 GB ডেটা মাত্র 29 – 49 টাকার মধ্যে পাওয়া যাবে, মূলত এটি Jio Phone ব্যবহারকারীদের জন্য, বর্তমান প্যাক অনুযায়ী গ্রাহকরা এই ডেটা বুস্টার প্ল্যান ব্যবহার করতে পারবেন। কিন্তু এই প্ল্যান এমনি কিনতে পারবেন না গ্রাহকরা সেটা জানিয়ে দেওয়া হয়েছে।
Airtel Best Data Plan 2025
দেশের দ্বিতীয় বড় টেলিকম কোম্পানি Airtel ও পিছিয়ে নেই। যারা বেশি ডেটা খরচ করেন তাদের জন্য Airtel এর রয়েছে “Data Add on Pack”. 49 এ পেয়ে যাবেন 25 GB ডেটা এই সুবিধা সকল এয়ারটেল গ্রাহকরা My Airtel অ্যাপ থেকে সহজেই অ্যাক্টিভেট করে নিতে পারবেন।
Vi 25GB Offer
Vodafone Idea এরও রয়েছে দুর্দান্ত কিছু ডেটা প্ল্যান যারা কম টাকায় বেশি ডেটা চান তাদের জন্য। Vi এর একাধিক Combo Pack রয়েছে, যেখানে পাওয়া যাচ্ছে – 49 এ 25 GB পর্যন্ত ডেটা, কিছু ক্ষেত্রে রাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ডেটা নন স্টপ, অ্যাপ এক্সক্লুসিভ ডিল, কম টাকায় বেশি ডেটা পেলেও, সেই প্ল্যানের সকল শর্ত সম্পর্কে জেনে নেওয়া দরকার।
কোন জায়গা থেকে রিচার্জ করবেন?
এই প্ল্যান গুলি রিচার্জ করা যায় নিজ নিজ কোম্পানির অ্যাপ My Jio, Airtel Thanks, Vi App থেকে অথবা Google Pay, Phone Pe, Paytm, Amazon Pay এর মতো UPI অ্যাপ এবং নিকটস্থ রিটেইল স্টোর থেকেও রিচার্জ করা সম্ভব। এই প্রতিবেদনে উল্লেখিত প্রতিটি প্ল্যান বর্তমান সময়ে দারুণ জনপ্রিয়, বিশেষ করে যারা সস্তায় ইন্টারনেট ব্যবহার করতে চান তাদের জন্য।
তাই আপনি যদি এখনই একটি সস্তা এবং কার্যকরী ইন্টারনেট প্ল্যান খুজে থাকেন, তাহলে এই অপশন গুলির মধ্যে থেকে বেছে নিতে পারেন নিজের প্রয়োজন অনুযায়ী। আপনার অঞ্চলে কোন প্ল্যানটি সক্রিয় তা জানার জন্য সংশ্লিষ্ট টেলিকম কোম্পানির ওয়েবসাইট বা অ্যাপ ঘুরে দেখে নিন। আরও এই রকম টেলিকম আপডেট, মোবাইল প্ল্যান ও সাশ্রয়ী অফারের জন্য আমাদের সঙ্গে থাকুন।
আরও পড়ুন:- ১ ও ২ টাকার কয়েন বাতিল? দেখুন RBI এর নির্দেশিকা