দীর্ঘদিন ধরে স্বপ্ন সাংবাদিকতা করার? এবার সেই স্বপ্ন পূরণ করার পালা। হ্যাঁ, আপনার জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এলো আকাশবাণী কলকাতা। এবার আকাশবাণী কলকাতায় নিয়োগ করা হচ্ছে, পার্ট-টাইম করেসপন্ডেন্ট (Part Time Correspondents)। যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে সাংবাদিক নিয়োগ করা হচ্ছে।
সংস্থার তরফ থেকে ১৮ই নভেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের ১০ টি জেলা থেকে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের সাংবাদিক পদে নিয়োগ করা হবে। যেসমস্ত জেলা থেকে নিয়োগ করা হচ্ছে, তা হলো – বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর ও কলকাতায়।
আকাশবাণী কলকাতা, উপরে উল্লেখিত ১০ টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এখানে আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমা। নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসিয়াল পোর্টাল থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
আকাশবীণা কলকাতায়, সাংবাদিকতা পদে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে কমপক্ষে ২৪ বছর বয়স থেকে সর্বোচ্চ ৫০ বছর বয়সের মধ্যে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, সাংবাদিকতা বা গণমাধ্যমে স্নাতকোত্তর ডিপ্লোমা/ডিগ্রি অথবা স্নাতক ডিগ্রিধারী যাঁদের কমপক্ষে ২ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে।
আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষা ভালোভাবে জানতে হবে। এছাড়াও দার্জিলিং ও কালিম্পঙের জন্য বাংলা ও নেপালি এই দুটো ভাষাই ভালোভাবে জানতে হবে। যদি কোনো প্রার্থী হিন্দি ও ইংরেজিতে দক্ষ থাকে, তাহলে থাকবে বাড়তি সুবিধা। এর পাশাপাশি, কম্পিউটার ও টেক্সট লেখা (ওয়ার্ডে লেখা) জানতে হবে। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই জেলা সদর বা জেলা সদর দফতর থেকে ১০ কিলোমিটারের মধ্যে এলাকায় বসবাসকারী হতে হবে।
আবেদন করতে হবে অফলাইনে, এরজন্য www.newsonair.gov.in এর অফিসিয়াল পোর্টাল থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে তা সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর উপযুক্ত নথি সহকারে The Head of Office, All India Radio, Akashvani Bhavan, Kolkata -700001 এই ঠিকানায় পাঠাতে হবে ১৫ই ডিসেম্বর এর মধ্যে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন ভালো ভাবে দেখে আবেদন করুন।
Akashvani Kolkata Recruitment Notification Download Link:- Download Now
Website Link:- Click Now














