আগামী সপ্তাহে বৈঠকে বসতে চলেছে ব্রিক্‌সের সদস্য দেশ গুলি ! কী নিয়ে আলোচনার সম্ভাবনা

By Bangla News Dunia Dinesh

Published on:

ট্রাম্পের (Trump) বিভিন্ন দেশের ওপর চাপানো নতুন শুল্কনীতি (Tariff) নিয়ে চাপানউতোর চলছেই। এর মধ্যে ওই শুল্কের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে মহলে তার কী প্রভাব পড়তে পারে, এনিয়ে আলোচনায় বসছে আন্তর্জাতিক গোষ্ঠী ব্রিক্‌সের (BRICS) সদস্য দেশগুলি। আগামী সোমবার ওই বৈঠকটি হবে।

ভার্চুয়ালি ভাবে ওই বৈঠকটির আয়োজন করছেন ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা (Lula da Silva)। ব্রাজ়িলের সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, মার্কিন শুল্কনীতি নিয়ে ওই বৈঠকে আলোচনার পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রেও ব্রিক্‌সের সদস্য দেশগুলিকে এককাট্টা করতে চান ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুলা। ভারতের মতো ব্রাজ়িলের ওপরেও ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। তারা নতুন যে শুল্ক নীতি চালু করেছে তাতে ভারত ও ব্রাজিলের ওপরে সবচাইতে বেশি শুল্ক আরোপ করা হয়েছে।

আমেরিকার যুক্তি, ভারতের ওপর শুল্ক চাপানো হয়েছে রাশিয়া থেকে তেল কেনার অপরাধে। আর ব্রাজিলের বিরুদ্ধে অভিযোগ, ব্রাজিল তাদের দেশের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বোলসেনারোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে বিচার প্রক্রিয়া চালাচ্ছে।

এদিকে চলতি বছরের জুলাই মাসে ব্রাজ়িলের রিও ডি জেনেইরো শহরে ব্রিক্‌স সম্মেলন হয়েছে। ওই সময় ট্রাম্প ব্রিক্‌সকে আমেরিকা বিরোধী গোষ্ঠী বলে আক্রমণ করেছিলেন। আন্তর্জাতিক এই জোটে রয়েছে, ভারত, ব্রাজ়িল, চিন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি গত বছর ইরান, ইন্দোনেশিয়া, ইথিয়োপিয়া, মিশর এবং সংযুক্ত আরব আমিরশাহিও এই জোটে যুক্ত হয়।

ব্রাজ়িলের সরকারি আধিকারিকদের মতে, বিভিন্ন দেশের ওপর আলাদা আলাদা শুল্ক হার থাকায় ব্রিক্‌সের ওই বৈঠক শেষে কোনও যৌথ বিবৃতি দেওয়া বেশ কঠিন। আর তাছাড়াও ওই বৈঠককে আমেরিকা বিরোধী হিসাবে তুলে ধরতে চাইছেন না লুলা। এমন অবস্থায় ব্রিক্‌সের ভার্চুয়াল বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে এনিয়ে কৌতূহল দানা বাঁধতে শুরু করেছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন