Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রবিবার হাওড়া থেকে একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে। ফলে ভোগান্তিতে পড়তে চলেছেন নিত্য যাত্রীরা। রবিবার অফিসের ছুটির দিন। তবে মুশকিলে পড়বেন অন্য যাত্রীরা। হাওড়া-বর্ধমান কর্ড সেকশনে ট্র্যাক, সিগন্যাল এবং ওভারহেড সরঞ্জাম রক্ষণাবেক্ষণের কাজ চলবে।
যে কারণে হাওড়া বিভাগের ট্রাফিক এবং পাওয়ার ব্লক ২০ এপ্রিল পরিকল্পনা করা হয়েছে। রবিবার কোন কোন ট্রেন বাতিল থাকবে? হাওড়া থেকে দুটি, চন্দনপুর থেকে একটি, বর্ধমান থেকে একটি, ডানকুনি থেকে দু’টি, শিয়ালদা থেকে দু’টি ট্রেন বাতিল।
আরও পড়ুন:- ২১শে এপ্রিল থেকে রেশন কার্ডের নিয়মে বড় পরিবর্তন। বিপদে পড়তে না হলে জেনে নিন
মুম্বই-হাওড়া এক্সপ্রেস বাতিল থাকবে। শালিমার-এলটিটি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বাতিল থাকবে। এলটিটি-হাতিয়া এক্সপ্রেসও বাতিল থাকছে। শুধু তাই নয়, আগরতলা – এসএমভিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস ৫০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে।
রেল লাইনে সিগন্যালিংয়ের সমস্যা, কখনও স্টেশনে মেরামতি, রক্ষণাবেক্ষণের কাজ প্রতিমাসেই কোনও না কোনও কারণে বেশ কিছু ট্রেন বাতিল করে রেল কর্তৃপক্ষ। এরই মধ্যে হাওড়া, সাঁতরাগাছি, শালিমার থেকে বেশ কয়েকটি ট্রেন বাতিল করেছে রেল। ফলে লোকাল ট্রেনের যাত্রীদের অসুবিধায় পড়তে হবে। দূরে পর্যটন বা চিকিৎসার জন্য যাওয়া যাত্রীরাও সমস্যায় পড়বেন।
আরও পড়ুন:- ১১ কোটি প্যান কার্ড বাতিল! জানুন প্যান আধার লিংক না করলে কী কী বিপদ হবে?