আধার অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি 2026 – নতুন নিয়ম দেখুন | Aadhar Appointment Book Online West Bengal 2026

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

আর আধার সেন্টারে গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হবে না।  আধার কার্ডে নাম, ঠিকানা, জন্ম তারিখ কিংবা অভিভাবকের নাম ভুল রয়েছে? তাহলে আধার অ্যাপয়েন্টমেন্ট বুক (Aadhar Appointment Booking Online 2026) করে নিজের সময়মতো তারিখে আধার সেন্টারের লম্বা লাইনে না দাঁড়িয়ে আধার কার্ড আপডেট কিংবা নতুন আধার কার্ড তৈরি করে নিন।  আধার কার্ডের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি আপডেট এর পাশাপাশি আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট অর্থাৎ হাতের আঙ্গুলের ছাপ, মুখমণ্ডল ও চোখের মনিও আপডেট করতে পারবেন আধার অ্যাপয়েন্টমেন্ট বুকিং (Aadhaar Appointment Book 2026) এর মাধ্যমে।

আধার অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে অতিরিক্ত কোনো টাকা দিতে হবে না।  আধার কার্ড আপডেট কিংবা তৈরি করতে যা খরচ সেটাই দিতে হবে।  নতুন আধার কার্ড তৈরি ফ্রী অপরদিকে আপডেট করতে ৭৫ টাকা থেকে ১২৫ টাকা খরচ।  যা আধার অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার সময় অনলাইন পেমেন্ট করতে পারবেন।  পাশাপাশি অফলাইনে আধার সেন্টারে গিয়েও পেমেন্ট করতে পারবেন যদি Pay Center অপশন থাকে।  আধার অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার পর যদি আপনি আধার অ্যাপয়েন্টমেন্ট বুকিং তারিখ বাতিল করে থাকেন।  তাহলে যে মাধ্যমে পেমেন্ট করেছেন, সেই মাধ্যমেই টাকা ফেরত পেয়ে যাবেন।

তাহলে চলুন দেখে নেওয়া যাক, কিভাবে আধার অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবেন? বর্তমানে আধার অ্যাপয়েন্টমেন্ট বুকিং কিছু পরিবর্তন এসেছে, তাহলে নতুন নিয়মে কিভাবে আধার অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন – আজকের প্রতিবেদনে ধাপে ধাপে তা জানিয়ে দেওয়া হয়েছে।  অবশ্যই আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ ভালো ভাবে দেখুন ও পড়ুন।

Aadhar Appointment Booking Process 2026 – আধার অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি ২০২৬

১) সর্বপ্রথম আপনাকে My Aadhaar এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।  এছাড়াও আপনাদের সুবিধার্থে নিচে সরাসরি বুকিং লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করেও অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর মাই আধার পোর্টালের হোম পেজে থাকা Book an appointment এ ক্লিক করুন।  পরবর্তী পেজে মোবাইল নম্বর, নাম ও ক্যাপচার কোড উল্লেখ করে OTP ভেরিফাই করুন।

৩) পরবর্তী পেজে Centre Appointment এ ক্লিক করে Continue এ ক্লিক করুন।  এরপর সিলেক্ট ডিটেইলস থেকে বয়স গ্রুপ ও কি আপডেট করতে চান তা উল্লেখ করুন।  এরপর সার্চ আধার সেভা কেন্দ্রে Pin Code উল্লেখ করে সার্চ করুন।  আপনার নিকটবর্তী আধার সেন্টার দেখতে পারবেন, না আসলে আপনার জায়গা থেকে একটু দুরের পিন কোড দিয়ে সার্চ করুন।

৪) এখন আধার সেন্টার দেখতে পারবেন, এখন Book এ ক্লিক করে আপনার পছন্দ মতো তারিখ ও সময় সিলেক্ট করে Continue এ ক্লিক করুন।

৬) পরবর্তী পেজে উক্ত ব্যক্তির আধার কার্ড নম্বর, আধার কার্ডে থাকা নামের বানান ও মোবাইল নম্বর উল্লেখ করুন। এরপর কি কি৷ ঠিক করতে চান, সেই সকল বক্সে টিক মার্ক করে নিচে সঠিক তথ্য উল্লেখ করুন ও নথি সিলেক্ট করুন।

৭) এরপর Next এ ক্লিক করুন, এরপর পেমেন্ট এর বক্সে টিক মার্ক করে অনলাইন পেমেন্ট করুন কিংবা Pay at Centre থাকলে তা সিলেক্ট করে Confirm এ ক্লিক করুন।

৮) আপনার আধার অ্যাপয়েন্টমেন্ট বুকিং হয়ে গেলে Appointment Copy Print করে অরিজিনাল নথি সহ, আপনার সিলেক্ট আধার সেন্টারে, আপনার সিলেক্ট করা সময়ের ৩০ মিনিট আগে উপস্থিত হতে হবে নিজেকেই।

Aadhaar Appointment Booking Online 2026 West Bengal Link:- Book Now

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন