আধার কার্ড থেকে এটিএম, ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, এই ৬ টি নিয়মে হবে বদল – Kajer Subidha

By Bangla News Dunia Dinesh

Published on:

নভেম্বর মাস শেষ হতে আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। তারপর শুরু হবে ডিসেম্বর। তবে নতুন মাসে কার্যকর হতে চলেছে একগুচ্ছ নতুন নিয়ম। আধার থেকে শুরু করে এলপিজি, পেনশন, ব্যাংকিং, একাধিক নিয়মে আসছে বড়সড় পরিবর্তন। আর এই পরিবর্তনগুলি সরাসরি মধ্যবিত্তদের বাজেটেই প্রভাব ফেলবে। জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

1. এলপিজি রান্নার গ্যাসের নতুন দর

প্রতি মাসের মতো ডিসেম্বর মাসের প্রথম দিনেও তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম রিভিউ করবে। তাই পয়লা ডিসেম্বর থেকে রান্নার গ্যাসের দাম বদলাতে পারে। নভেম্বর মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৬.৫০ টাকা কমেছিল। অন্যদিকে এভিয়েশন ফুয়েলের দাম প্রথম দিন সংশোধিত হতে পারে।

2. SBI-এ দুটি বড়সড় বদল 

ভারতের বৃহত্তম সরকারি ব্যাংক এসবিআই ডিসেম্বর মাস থেকে দুটি গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর করছে। আর তা হল ৩০ নভেম্বরের পর আর mCash ব্যবহার করে টাকা পাঠানো যাবে না। এর বদলে গ্রাহকদের ইউপিআই ব্যবহার করতে হবে। অন্যদিকে ডেবিট কার্ড ব্যবহার করে নির্দিষ্ট সংখ্যার বেশি টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী অতিরিক্ত চার্জ নেওয়া হবে।

3. কোটাক মাহিন্দ্রা ব্যাংকের এসএমএস চার্জ

১ ডিসেম্বর থেকে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য নতুন এসএমএস চার্জ চালু হচ্ছে। জানা গেছে, প্রতি মাসে ৩০টির বেশি এসএমএস অ্যালার্ট পেলে প্রতিটি অতিরিক্ত মেসেজের জন্য ০.১৫ টাকা করে দিতে হবে। আর এই চার্জ মূলত এটিএম লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে নির্দিষ্ট কিছু গ্রাহকদের এখন এই চার্জ থেকে ছাড় দেওয়া হচ্ছে। 

4. আধার কার্ডেও আসছে বড়সড় পরিবর্তন 

ইউআইডিএআই আধারকে আরও নিরাপদ করতে এবার বিরাট পরিবর্তনের পথে এগোচ্ছে। রিপোর্ট অনুযায়ী, আধার কার্ডে শুধুমাত্র ছবি এবং কিউআর কোড থাকবে। আর ১২ ডিজিটের আধার নম্বর, নাম এবং ঠিকানা কার্ডে দেখা যাবে না। এই পরিবর্তন ডিসেম্বর থেকে কার্যকর হবে। এর প্রধান উদ্দেশ্য হল আধার সংক্রান্ত জালিয়াতির হার কমানো। 

5. ইউপিআইতে নতুন পরিবর্তন

আগামী ১৫ ডিসেম্বর থেকে ইউপিআই ট্রানজেকশনে আসছে বড়সড় পরিবর্তন। জানা গেছে, আগে ইউপিআই-তে মোট ১০টি সেটেলমেন্ট সাইকেল ছিল। তবে নতুন নিয়মে ১১ ও ১২ নম্বর সাইকেল যোগ হচ্ছে। আর এটি শুধুমাত্র ডিসপিউট রেজোলিউশনের জন্যই রাখা হবে। এই নিয়মটি আগে ৩ নভেম্বর চালু হওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে ১৫ ডিসেম্বর করা হয়েছে। 

আরও পড়ুনঃ এখন ৫ লাখ টাকার বদলে মিলবে ১০ লাখের সুবিধা, শুধু এই কাগজগুলি দেখালেই হবে

6. পেনশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সময়সীমা 

এনপিএস থেকে ইউনিফাইড পেনশন স্কিমে বদলের জন্য শেষ সময়সীমা ৩০ নভেম্বর। ১ ডিসেম্বর থেকে আর এই সুবিধা পাওয়া যাবে না। এমনকি জীবন সার্টিফিকেট বা লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর। এরপরে আর জমা নেওয়া হবে না।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন