আপনি কি চাকরি পাবেন ? বলবে জন্ম তারিখ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আপনি কি চাকরি পাবেন ? সকলেই জানেন ভালো চাকরি বা সরকারি চাকরি পেতে কে না চায়! আর সরকারি চাকরি পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম অনেকে করে কিন্তু তার যথাযথ ফল হাতে পান না। দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে, চাকরি পাওয়ার রাস্তা রয়েছে। আর যেমন রয়েছে সরকারি পরীক্ষার প্রস্তুতিতে নিয়মিত পরিশ্রমে, তেমনই রয়েছে জ্যোতিষ শাস্ত্রের সংখ্যা তত্ত্বের নিয়মে। আপনি কি পাবেন সরকারি চাকরি ? কী বলছে আপনার জন্ম তারিখ। এক নজরে জেনে নেওয়া যাক আপনার নিজের জন্মতারিখ গণনার নিয়ম।

job

দেখুন কোনও ব্যক্তি শুধুমাত্র কোন তারিখটিতে জন্মেছেন তাই দিয়েই বোঝা যাবে তাঁর চরিত্র। জন্ম তারিখ ধরে মূলাঙ্ক করতে হয় যথা ১ থেকে ৯ পর্যন্ত হয়। যেমন কেউ ১ তারিখ জন্ম নিলে তাঁর মূলাঙ্ক হবে ১+০=১। কেউ ২৬ তারিখ জন্ম নিলে তাঁর মুলাঙ্ক হবে, ২+৬=৮, আবার যদি ৩১ তারিখ জন্ম নেন তাহলে তাঁর মূলাঙ্ক হবে ৩+১=৪। নিশ্চই বুঝেছেন।

আপনি মাসের ১, ১৯, ১০, ২৮ তারিখে যাঁরা জন্মগ্রহণ করে থাকেন তাহলে সরকারি চাকরির সিভিল সার্ভিসেস বা সেনায় নিযুক্তির পরীক্ষায় বসলে সাফল্য আসতে পারে।

আপনি মাসের ২,১১,২০,২৯ তারিখ জন্মেছেন তাহলে কোনও প্রশাসনিক বা দফতর চালানো সংক্রান্ত পদের জন্য সরকারী পরীক্ষায় বসতে পারেন।

আরো পড়ুন :- জ্যোতিষ মতে এই ১৫ টি টোটকা মানলে আপনার জীবন হয়ে উঠবে আনন্দময়

মাসের ৩,১২,২১,৩০ তারিখে যাঁরা জন্মেছে তারাও নানান চাকরির পরীক্ষায় বসতে পারেন।

মাসের ৪,১৩,২২,৩১ সংখ্যায় যাঁরা জন্মেছেন , তাঁরা রেল বা কোনো উৎপাদন মূলক সরকারী চাকরির জন্য  আবেদন করতে পারেন।

Highlights

1. আপনি কি চাকরি পাবেন ? 

2. ব্যক্তি শুধুমাত্র কোন তারিখটিতে জন্মেছেন তাই দিয়েই বোঝা যাবে তাঁর চরিত্র

#JOB #Astro #Tips #Life Style

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন