নিউ ইয়র্কে এক ফেডারেল কোর্টে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে আনা অভিযোগের আনুষ্ঠানিক বিচার শুরু হলে আদলতে, উপস্থিত হয়ে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন নিকোলা মাদুরো।
জানা গেছে, এদিন মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার সংক্রান্ত সহ কোকেন আমদানির পরিকল্পনা এবং অবৈধ অস্ত্র ও বিস্ফোরক রাখার যেসব অভিযোগ আনা হয়েছিল। সেগুলোর কোনোটির জন্যই আমি অপরাধী নই। আমি নির্দোষ আমি এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।
হাজিরার সময় মাদুরো আদালত কে জানান, তাঁকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে নিজের বাসভবন থেকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে। তাকে ‘জোরপূর্বক অপহরণ’ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও আদালত এই দাবি নিয়ে কোনও মন্তব্য করেনি।
আজ উল্লেখ্য নিউইয়র্কের ম্যানহাটানের ফেডারেল আদলতে নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সের বিচারকার্য শুরু হয়। এবং নিজেকে ভেনেজুয়েলার ফার্স্ট লেডি হিসেবে পরিচয় দেয়।
মাদুরোর আইনজীবী জানান, আপাতত জামিন করা যাচ্ছে না তবে আদালত জানিয়েছে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ১৭ মার্চ।














