আমেরিকায় এফবিআইয়ের হাতে গ্রেপ্তার খলিস্তানি জঙ্গি হরপ্রীত !

By Bangla News Dunia Dinesh

Published on:

Hh

Bangla News Dunia, Pallab : বিদেশের মাটিতে বসে ভারতে একের পর এক সন্ত্রাসী হামলার অভিযোগ। এনআইএ-র হিটলিস্টে থাকা বব্বর খালসা সংগঠনের Babbar Khalsa International (BKI) সদস্য হরপ্রীত সিংকে আমেরিকায় গ্রেপ্তার (Khalistani Terrorist Arrested) করল এফবিআই। অবশ্য অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা।

আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন

গত ৭ মাসে পঞ্জাবে (Punjab) অন্তত ১৬টি গ্রেনেড হামলার ঘটনা সামনে আসে। যার মধ্যে রয়েছে প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়ার বাড়ির সামনে বোমাবাজির ঘটনা। এমনই ১৪টি বোমাবাজির ঘটনায় নাম উঠে এসেছিল হরপ্রীতের (Harpreet Singh)। চণ্ডীগড় গ্রেনেড হামলার চার্জশিটেও এনআইএ হরপ্রীত সহ চারজনের নাম নথিভুক্ত করেছিল। দীর্ঘদিন হরপ্রীতের খোঁজ করছিল এনআইএ ও পঞ্জাব পুলিশ। এমনকি এনআইএর তরফে তার মাথার দাম ৫ লক্ষ টাকা ঘোষণা করা হয়।

গ্রেপ্তারির ঘটনায় প্রথমে ভারত থেকে ব্রিটেনে পালিয়েছিল অমৃতসরের বাসিন্দা হরপ্রীত। এরপর সেখান থেকে অবৈধভাবে প্রবেশ করে আমেরিকায়। অবশেষে এফবিআইয়ের (FBI) হাতে ধরা পড়ল সে। বর্তমানে আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের হেপাজতে রয়েছে হরপ্রীত।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন