আরজি কর আন্দোলনে কত অনুদান উঠেছে, কত খরচ হয়েছে? হিসেব দিলেন জুনিয়র ডাক্তাররা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

66c43d0c3a39e-rg-kar-case-205155298-16x9

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- লালবাজার থেকে স্বাস্থ্যভবন, ধর্মতলায় 17 দিনের অনশন আন্দোলন, কোথায় কত খরচ করলেন জুনিয়র চিকিৎসকেরা? বুধবার আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দাঁড়িয়ে সেই হিসাবে দিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টরস ফ্রন্ট। একাধিকবার জুনিয়র চিকিৎসকদের দিকে অভিযোগের আঙুল উঠেছে। টাকা তছরুপের অভিযোগও পিছু ছাড়েনি তাদের। সেই সব অভিযোগের উত্তর দিলেন জুনিয়র চিকিৎসকেরা। বুধবার আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একটি গণ কনভেনশনের আয়োজন করা হয়েছিল। সেখানেই 9 অগস্ট থেকে এখনও পর্যন্ত আন্দোলনের গতিপ্রকৃতি এবং হিসাব তুলে ধরলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা।

এই দিন জুনিয়র চিকিৎসকেরা তিনটি সংগঠনের হিসাব প্রকাশ করে। তার মধ্যে একটি হল আরজিকর মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। অন্যটি হল কলকাতা মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন। অপর আরেকটি হল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। কারণ, জুনিয়র চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায় বলেন, “প্রত্যেকটা মেডিক্যাল কলেজেই RDA গঠন করা হয়েছিল। কিন্তু, সব থেকে বেশি মানুষ অর্থ পাঠিয়েছেন আরজি কর এবং কলকাতা মেডিক্যাল কলেজের RDA। “

আরজি কর মেডিক্যাল কলেজের অর্থ সংগ্রহের কাজ শুরু হয়েছিল 10 অগস্ট থেকে। সেখানে ক্যাশের মাধ্যমে টাকা উঠেছিল 92 হাজার টাকা। পাশাপাশি, অনলাইনের মাধ্যমে টাকা উঠেছিল, 6,496,412 টাকা। ফলে আরজিকর মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের টাকা উঠেছিল মোট 6,588,412 টাকা।

কিন্তু, সেখান থেকে খরচা হয়েছে 18 রকমের বিভিন্ন কাজে। তার মধ্যে অন্যতম হল স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান। সেখানে প্রায় খরচা হয়েছিল 5,88,000 টাকা। এর পাশাপাশি রয়েছে সুপ্রিম কোর্ট এবং কোলকাতা হাইকোর্টে আইনি লড়াই। তার সঙ্গে আরজিকর মেডিক্যাল কলেজের বসেছেন অভয়ার স্মরণে একটি মূর্তি। যাতে খরচা হয়েছে 51,300 টাকা। অন্যদিকে 17 দিন ধরে ধর্মতলায় অনশন চালিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। সেই বাবদ আরজিকরের RDA এর ফান্ড থেকে খরচা হয়েছে 1,75,890 টাকা। এর পাশাপাশি বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন জুনিয়র চিকিৎসকেরা। তার সঙ্গে হয়েছিল অভয়া ক্লিনিক। ফলে মোট খরচা হয়েছে বা 4,86,1,912 টাকা। এখন আরজি কর মেডিক্যাল কলেজের RDA তে রয়েছে 1,72,6,500 টাকা।

আরও পড়ুন:- গীতাঞ্জলী প্রকল্পে রাজ্য ৩ লক্ষ ৩০ হাজার দিচ্ছে নিজের বাড়ি বানাতে। বিস্তারিত জেনে নিন

অন্যদিকে, কলকাতা মেডিক্যাল কলেজের RDA অর্থ সংগ্রহের কাজ শুরু করেছে 12 অগস্ট থেকে। সেখানে ক্যাশের মাধ্যমে টাকা উঠেছিল 151,500 টাকা। পাশাপাশি অনলাইন বা সরাসরি ব্যাঙ্ক একাউন্টের মাধ্যমে টাকা উঠেছিল, 7,362,210 টাকা। ফলে কলকাতা মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের টাকা উঠেছিল মোট 7,513,710 টাকা। সেখান থেকেও খরচা হয়েছে লালবাজার অভিযানে। যা প্রায় 66,616 টাকা। এর পাশাপাশি মেডিক্যাল কলেজে কনভেনশন, একাধিক মিছিল, রক্তদান শিবির, বন্যা কবলিত এলাকা সবেতেই খরচা হয়েছে কয়েক হাজার টাকা। ধর্মতলার অনশনের জন্য খরচা হয়েছে 879,257 টাকা। স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে খরচা হয়েছে 1,207,383 টাকা। সবমিলিয়ে মোট খরচা হয়েছে 5,705,748 টাকা। এখনো ব্যাঙ্কে রয়েছে 1,807,962 টাকা।

এর পাশাপাশি, এদিন প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে তোলা অর্থের হিসাবও। 13 সেপ্টেম্বর থেকে এই একাউন্টে অর্থ সংগ্রহের কাজ শুরু হয়েছে। নগদ অর্থ সংগ্রহ হয়েছে 1,431,590 টাকা। অনলাইন অথবা সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে জমা হয়েছে 21,187,423.31 টাকা। ফলে সেখানে মোট টাকা জমা হয়েছে 2,26,19,013.31 টাকা। তবে এই এক্যাউন্ট তৈরি হয়েছে ধর্মতলার অনশন মঞ্চ থেকে। ফলে ওই সময় এই অ্যাকাউন্ট থেকে খরচা হয়েছে 4,59,921 টাকা। এছাড়াও, এখান থেকে খরচা হয়েছে আইনি একাধিক কাজকর্মে। পাশাপাশি অভায়া ক্লিনিকেই একাউন্ট থেকে খরচা করা হয়েছে। সব মিলিয়ে এই অ্যাকাউন্ট থেকে খরচা করা হয়েছে 3,18,6,334 টাকা। ফলে এই মুহূর্তে ব্যাঙ্কে রয়েছে 1,94,32,679.31 টাকা।

ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টরস ফ্রন্ট এর এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরজিকর মেডিক্যাল কলেজের ওই তরুণী চিকিৎসকের বাবা ও মা। তাদের সামনে অর্থের এই হিসাব তুলে ধরলেন জুনিয়র চিকিৎসকেরা। এদিনের অর্থের হিসাব দেওয়ার সময় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায় বলেন, “আমাদের আন্দোলন অবশ্যই রাজনৈতিক। আমাদের সব দাবি রাজনৈতিক। আমাদের জীবন নির্ধারিত হয় রাজনীতি দিয়ে। একটা খুন-ধর্ষণ বিরোধী আন্দোলন, একটা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন কখনও অরাজনৈতিক হতেই পারে না। আমরা মনে করি, যে সমস্ত কর্মসূচি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে নেয়া হয়েছে, সেগুলি প্রত্যেকটাই ন্যায় বিচারের সঙ্গে জড়িয়ে রয়েছে।”

আরও পড়ুন:- চিকিৎসার নামে পাঁচ বছরের শিশুকে সিগারেট খাওয়াল ডাক্তার, জানুন বিস্তারিত 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন