ইজরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল বাংলাদেশ ! আউটলেটে চলল ভাঙচুর-লুটপাট

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : গাজায় লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল। আর এই হামলার প্রতিবাদ জানাতে বাংলাদেশে (Bangladesh) শুরু হয়েছে ইজরায়েলবিরোধী বিক্ষোভ (Anti-Israel Protest)। সোমবার এই বিক্ষোভ চলাকালীন বাংলাদেশের সিলেট সহ কয়েকটি শহরের বিভিন্ন দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে ক্ষিপ্ত জনতা ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ (Shops vandalized)। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার (Arrested) করেছে বাংলাদেশ পুলিশ

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, বিক্ষোভের সময় সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, গাজীপুর ও বগুড়াসহ সে দেশের কয়েকটি শহরে বিভিন্ন রেস্তোরাঁ সহ ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই হামলা চালানো হয়েছে। জুতো বিক্রয়কারী বহুজাতিক সংস্থার বিভিন্ন আউটলেটের পাশাপাশি একটি বহুজাতিক ফাস্টফুড চেনের আউটলেটেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, ইজরায়েলি সংস্থা বলে দাবি করে ওই আউটলেটগুলিতে হামলা চালানো হয়েছে।

এদিকে, সোমবার রাতেই ওই জুতো বিক্রয়কারী বহুজাতিক সংস্থার তরফে একটি বিবৃতি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। তাতে বলা হয়েছে, ‘লক্ষ্য করা গিয়েছে যে, আমাদের সংস্থাকে ঘিরে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। যেখানে বলা হচ্ছে সংস্থাটি ইজরায়েলি মালিকানাধীন বা ইজরায়েল-প্যালেস্টাইন সংঘর্ষে রাজনৈতিকভাবে জড়িত। কিন্তু আমাদের সংস্থাটি একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, যার যাত্রা শুরু হয়েছে চেক প্রজাতন্ত্র থেকে এবং কোনও রাজনৈতিক সংঘর্ষের সঙ্গে এর সম্পর্ক নেই। দুঃখজনকভাবে, এই ভ্রান্ত ধারণার ফলে বাংলাদেশে আমাদের কিছু আউটলেট সম্প্রতি ব্যাপক ভাঙচুরের শিকার হয়েছে। আমরা দৃঢ়তার সঙ্গে সকল ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানাই।’

পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস উইংয়ের তরফেও জানানো হয়, দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দু’টি মামলাও দায়ের করা হয়েছে। বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, পুলিশের কাছে হামলার ভিডিও ফুটেজ রয়েছে। তা দেখে হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার রাত থেকেই একাধিক জায়গায় অভিযান চালিয়ে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ৪৯ জনকে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন