ইন্টার্নশিপ করে চাকরি দিচ্ছে LIC, কি কি সুযোগ সুবিধা রয়েছে ! বিস্তারিত জানুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : এবার বেকার প্রার্থীদের জন্য ফের এক দারুন সুখবর নিয়ে আসলো ভারতের অন্যতম জীবন বীমা সংস্থা। এবার বেকার প্রার্থীদের জন্য ইন্টার্নশিপের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে মাসিক বাতাও প্রদান করছে এই সংস্থা। যদি আপনি একজন বেকার প্রার্থী হয়ে থাকেন এবং এই ইন্টার্নশিপে নিজের ট্রেনিং নিয়ে সঙ্গে মাসে মাসে ভাতা পেতে চান তাহলে এই সুযোগ আপনারই জন্য। আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের এই ইন্টার্নশিপ নিয়োগের ক্ষেত্রে যে বিস্তারিত আলোচনা তা করতে যাচ্ছি। আপনি যদি একজন আগ্রহী হলে পড়ে ফেলুন এই প্রতিবেদনটি –

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

LIC-র ইন্টার্নশিপ নিয়োগের বিস্তারিত :

এটি শুধু বেকার যুবক যুবতীদের জন্য ফ্রিতে ট্রেনিং নয় একটি চাকরির সমতুল্য ভাতাও দেওয়া হবে এক্ষেত্রে। যদি আপনি ভারতীয় জীবন বীমা সংস্থার এই ইন্টার্নশিপে সুযোগ পেয়ে যান তাহলে ইন্টার্নশিপ চলাকালীন আপনাকে প্রতি মাসে 30 হাজার টাকা দেওয়া হবে। যা বর্তমানে অনেক চাকরির ক্ষেত্রেও পাওয়ায় অসাধ্যকর। তাহলে দেরি না করে এই সুযোগ নিতে এখনই নিজের শেষ পর্যন্ত দেখুন।

এবার প্রশ্ন হল কারা আবেদন করতে পারবেন :

ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ জীবন বীমা সংস্থায় ইন্টার্নশিপ হিসেবে নিজেকে সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আপনাকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। ভারতীয় বাসিন্দা হওয়ার পাশাপাশি আপনার শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক পাস করা দরকার। প্রার্থী যদি বীমা সংক্রান্ত কাজ বা মার্কেটিং ভিত্তিক কাজ করতে আগ্রহী হয়ে থাকে তাহলে এই ইন্টার্নশিপের সুযোগ নিতে পারেন। এক্ষেত্রে ছেলে কিংবা মেয়ে উভয়প্রার্থী আবেদন জানাতে পারবেন।

ইন্টার্নশিপের মেয়াদ কতদিন হবে :

ভারতীয় জীবন বীমা সংস্থার internship নিয়োগের ক্ষেত্রে আবেদন যারা করবেন তাদের সর্বাধিক ছয় মাসের জন্ম নিযুক্ত করা হবে। ছয় মাসে প্রার্থীদের অবশ্যই প্রতিনিয়ত হাজিরা দিতে হবে। এই ছয় মাসে প্রার্থীরা তাদের ট্রেনিং কমপ্লিট করতে পারবেন এবং মাসিক হাতা সহ শেষে সার্টিফিকেট পেয়ে যাবেন।

ইন্টার্নশিপের সুবিধা সমূহ :

ভারতীয় জীবন বীমা সংস্থার Internship এ যদি আপনি সুযোগ পান তাহলে কি কি ধরনের সুবিধা পাবেন এই প্রতিবেদনে বলতে যাচ্ছি। এক্ষেত্রে আপনি যে সময় পর্যন্ত ইন্টার্নশিপ করবেন সেই সময় পর্যন্ত মাসিক ১৬ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ভাতা পাবেন। এরপর অবশ্যই ট্রেনিং শেষে আপনার হাতে একটি সার্টিফিকেট তুলে দেওয়া হবে এবং একটি সুপারিশ পত্র দেওয়া হবে যা ভবিষ্যতে চাকরির জন্য উপযোগী হবে।

আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন