উলট পুরান ! বাণিজ্য চুক্তি নিয়ে মোদির সঙ্গে কথা বলতে আগ্রহী ট্রাম্প

By Bangla News Dunia Dinesh

Published on:

মাস খানেক হল ভারত ও আমেরিকার মধ্যে শুল্ক নিয়ে এক প্রকার চাপানউতোর চলছে। রাশিয়া থেকে তেল কেনার অপরাধে আমেরিকা ভারতের ওপরে চড়া শুল্ক চাপিয়েছে। শুধু তাই নয়, এরপর ভারতের সঙ্গে আমেরিকার আর কোনও চুক্তি সম্ভব নয় বলে জানিয়েছিল ট্রাম্প। কিন্তু এবার সুর নরম করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)

বুধবার ভোরে নিজের সমাজমাধ্যম ট্রুথে ট্রাম্পের দাবি, বাণিজ্যচুক্তি (Trade agreements) নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আমেরিকা। এব্যপারে আগামীতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলতে আগ্রহী। এছাড়াও ওই পোস্টে মোদিকে (MODI) ভাল বন্ধু বলে উল্লেখ করেছেন তিনি। তিনি আরও লিখেছেন, আমি পুরোপুরি নিশ্চিত যে, সফল সিদ্ধান্ত নিতে এই দুই দেশের কোনও অসুবিধা হবে না।

ট্রাম্পের কথায় সমর্থন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘দু’দেশের বাণিজ্যচুক্তি নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে আলোচনার মাধ্যমেই সেই বাণিজ্য-জট সমস্যার সমাধান হবে।’

এদিকে ভারতের ওপরে ৫০ শতাংশ শুল্ক (Tariff) আরোপ করার পর মোদির চিনে যাওয়া ও সেখানে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে দেখা করেছিলেন মোদি। চিন ও রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা দেখার পরে ট্রাম্প এনিয়ে কটাক্ষও করেছিলেন।

তবে এরপর ভারতীয় সংবাদমাধ্যমকে ট্রাম্প জানিয়েছিলেন, আমেরিকার সঙ্গে ভারতের একটি বিশেষ সম্পর্ক আছে। পাশাপাশি মোদির সঙ্গে তাঁর সম্পর্ক অটুট থাকবে।

অপরদিকে শুল্ক নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তকে বেআইনি বলে জানিয়েছিল আমেরিকার আদালত। তারপরে বাণিজ্যচুক্তিবদ্ধ দেশগুলির জন্য বিশেষ শুল্ক ছাড়ের কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প প্রশাসন।

বিশেষ কিছু পণ্য আমেরিকায় রপ্তানির ক্ষেত্রে চুক্তিবদ্ধ দেশগুলিকে কোনও শুল্ক দিতে হবে না বলে জানিয়েছিল আমেরিকা। এরপর ভারতের ক্ষেত্রেও সুর নরম করল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন