বহরমপুর: উৎসবের আমেজে মানুষ যখন মাতোয়ারা, সেই সুযোগকে কাজে লাগিয়ে একদল প্রতারক জামতারা গ্যাং-এর আদলে জালিয়াতি করতে গিয়ে ধরা পড়ল পুলিশের (Police) জালে। ঘটনায় গ্রেপ্তার (Arrest) মূল অভিযুক্ত।
বেশ কিছুদিন ধরে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার বিভিন্ন জায়গায় সাইবার জালিয়াতির খবর সামনে আসছিল। সেই সূত্র ধরে প্রতারণা চক্রের মাথা মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় নগদ ৯০ হাজার টাকা এবং রাষ্ট্রায়ত্ত সহ একাধিক বেসরকারি ব্যাংকের ২৭ টি এটিএম কার্ড (ATM)। ইতিমধ্যেই ধৃতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই জাল কতদূর ছড়িয়েছে তা জানার জন্য শুরু হয়েছে তদন্ত।














