একদম কম দামে দুর্দান্ত ফোন Poco M7 Plus 5G লঞ্চ হলো। স্পেসিফিকেশন এবং দাম জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মোবাইলপ্রেমী জনসাধারণের জন্য ভালো খবর। লঞ্চ হলো নতুন Poco M7 Plus 5G স্মার্টফোন। যে ফোনটিতে যুক্ত করা হয়েছে ব্যবহারকারীর প্রয়োজন মতো একাধিক নতুন ও ধামাকাদার ফিচার। বিশেষ করে এই ফোনটির ক্যামেরা, যা উল্লেখ করতেই হয়। তার সাথে সেরা প্রসেসর ও শক্তিশালী 7000mAh ব্যাটারি। সব মিলিয়ে এই ফোনটি সেরা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের লিস্টে নাম তুলবেই।

Poco M7 Plus 5G Smartphone

আপনি কি নতুন স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করছেন? তাহলে আপনার জন্য সেরা চয়েস হতে পারে Poco M7 Plus 5G স্মার্টফোনটি। ভারতের বাজারে ভালোই ব্যবসা করে পোকো। 13 অগাস্ট নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন Poco M7 Plus 5G লঞ্চ করার কথা ছিল তাঁদের। তার আগেই কোম্পানি তাদের আপকামিং স্মার্টফোন সম্পর্কে যাবতীয় তথ্যগুলি প্রকাশ করে দেয়। ফলে আগের থেকেই স্মার্টফোন সম্পর্কিত তথ্যগুলি সর্বসমক্ষে চলে আসে। এবার যদি আপনি ফোনটি কিনতে চান তবে তার আগে আপনাকেও এর সমস্ত ফিচার ও দাম সম্পর্কে জেনে নিতে হবে।

Poco M7 Plus 5G Smartphone Camera

আগেই বলা হয়েছে, Poco M7 Plus 5G ফোনটির ক্যামেরা অসাধারণ। ক্যামেরার ক্ষেত্রে পোকো তাঁদের নতুন ফোনে রিয়ারে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়াল ক্যামেরা সেটআপ দিচ্ছে। আর সেলফি এবং ভিডিও কলিং ফিচারের ক্ষেত্রে ফোনটিতে থাকছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Poco M7 Plus 5G Smartphone Display

ক্যামেরার পর জানা যাক ফোনটির ডিসপ্লে সম্পর্কে। পোকো এম৭ প্লাস ৫জি ফোনে থাকছে 6.9-ইঞ্চির ডিসপ্লে। এটি অফার করবে 144Hz রিফ্রেশ রেট। ফোনটিতে শক্তিশালী প্রসেসর রাখা হচ্ছে। ফোনটি কোয়ালকম Snapdragon 6s Gen 3 প্রসেসরে কাজ করবে। আর স্টোরেজ হিসেবে Poco M7 ফোনটি 8GB RAM এবং 8GB ভার্চুয়াল RAM সহ পেয়ার করবে। কোম্পানির এই দাবি করছে যে, ফোনটি দুটি Android আপগ্রেড এবং 5 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেটও দেবে।

Poco M7 Plus 5G Smartphone Bettery

পোকোর এই নতুন ফোনে সিলিকন কার্বন ব্যাটারি টেকনোলজি সহ 7000mAh ব্যাটারি ব্যবহার করা হবে। ফোনটি হবে সবচেয়ে স্লিম স্মার্টফোন। একবার চার্জে এটি ১২ ঘন্টার জন্য নেভিগেশন, টানা ২৪ ঘন্টার ভিডিও প্লেব্যাক, আর ২৭ ঘন্টার ভিডিও প্লেব্যাক স্ক্রলিং দেবে। আর তার সাথে ১৪৪ ঘন্টা পর্যন্ত অফলাইন মিউজিক ও প্লে ব্যাক পাবেন ব্যবহারকারীরা। এমনটাই দাবি করেছে কোম্পানি। এছাড়াও ফোনটিতে রির্ভাস চার্জিং টেকনোলজি থাকছে।

Poco M7 Plus 5G Smartphone Price

পোকোর নতুন স্মার্টফোনটির দাম রাখা হয়েছে একেবারে আপনার বাজেটের মধ্যে। এই ফোনটি আপনি পেয়ে যাচ্ছেন ১৫০০০ টাকার মধ্যে। এই ফোনটির দাম রাখা হয়েছে ১৩,৯৯৯ টাকা। যদি ফোনটি ক্রয় করতে চান তাহলে অনলাইনে চেক করে নিন ফ্লিপকার্ট সাইট থেকে। ওখানেই এই ফোনটি বিক্রয় হচ্ছে।

উপসংহার

আপনিও যদি এতদিন বাজেট ফ্রেন্ডলি ফোনের সন্ধানে থেকে থাকেন, তাহলে পোকোর এই নতুন ফোন Poco M7 Plus 5G আপনার ইচ্ছেপূরণ করতে বাধ্য। ফোনটি আপনি বাড়িতে বসে অনলাইনে ক্রয় করে নিতে পারেন। তাছাড়া অফলাইন স্টোরেও পাওয়া যেতে পারে। ফোনটির বিষয়ে ডিটেলসে আরো তথ্য এই অনলাইন সাইট থেকেই পেয়ে যাবেন।

আরও পড়ুন:- পুতিন বিদেশ গেলে তার মল, মূত্র সুটকেসে ভরে নেন দেহরক্ষীরা! আজব নিয়মের কারণ জানলে অবাক হবেন

আরও পড়ুন:- দারুন খবর। জিও গ্রাহকরা পাবেন ৫ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন। কিভাবে আবেদন করবেন ? জানুন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন