‘এখনও অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন?’, এসএসসি-কে চূড়ান্ত ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : এসএসসি নিয়োগ মামলার (SSC Case) শুনানিতে সু্প্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) (SSC)। অযোগ্যদের কোনোভাবেই পরীক্ষায় বসার অনুমতি নয়, এসএসএসিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। এখনও নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকানোর চেষ্টা করছে এসএসসি, কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের।

এদিন শুনানির সময় সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জয় কুমার সরাসরি প্রশ্ন তোলেন, ‘আপনারা এখনও নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন? এটা লজ্জাজনক। ট্রুলি শকিং। আমরা আগেই বলেছি, কোনোভাবেই কোনও অযোগ্য ব্যক্তিকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না।’

পাশাপাশি এসএসসি’র নতুন নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ারও আর্জি জানিয়েছিলেন কয়েকজন পরীক্ষার্থী। তাঁদের আবেদন ছিল, ২০১৬ সালের মতো এবারও গ্র‍্যাজুয়েশনে ৪৫ শতাংশ নম্বর পাওয়া চাকরিরত শিক্ষকদের নতুন নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হোক। এই আবেদনে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। আদালত চাকরিরত শিক্ষকদের ফর্ম ফিল আপের জন্য অতিরিক্ত সাতদিন সময়ও দিয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, রাজ্য চাইলে পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। এনিয়ে নোটিশ ইস্যু করা হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন