Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আমাদের দেশের মানুষদের কাছে পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম এক খুবই জনপ্রিয় সঞ্চয় প্রকল্প। আর অনেক মানুষই এই স্কিমের মাধ্যমে নিজেদের টাকা জমিয়ে সেই টাকায় সুদ পেয়ে অনেকটাই সেই পরিমাণ বৃদ্ধি করেছেন। আর অনেকেই আছেন যারা এখন এই স্কিমের সম্পর্কে বিশেষ কোন কথা জানেন না এবং আজকে এই পোস্ট অফিস সেভিংস স্কিম সম্পর্কে সকল তথ্য জানিয়ে দিতে চলেছি।
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম ২০২৫
বর্তমানে ব্যাংক সেভিংস একাউন্টের থেকে পোস্ট অফিস স্কিম গুলো খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সেভিংস একাউন্টের থেকে ফিক্সড ডিপোজিট করলে বেশি সুদ পাওয়া যায় সাথে এটা তোলার একটা মেয়াদ রয়েছে। ফলে একটা মেয়াদের পর ডবল টাকা রিটার্ন পাওয়া যায়! এবং বর্তমানে পোস্ট অফিস অনেক বেশি সুদ প্রদান করছে ফিক্সড ডিপোজিটের ওপর।
পোস্ট অফিস সেভিংস স্কিম
পোস্ট অফিস খুবই পুরোনো ও বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান যেখানে বছরের পর বছর ধরে এখনো অনেক ব্যক্তি অর্থ সঞ্চয় করছেন। পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট করে অনেকটাই নিরাপদ বোধ করেন অনেকে তাই আজও পোস্ট অফিসের জনপ্রিয়তা একই আছে। তবে এবার পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে গ্রাহকদের জন্য এসে গেল এক দারুন সুযোগ।
Post Office Fixed Deposit 2025
কারণ পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে নির্দিষ্ট মেয়াদে এবং সুদের হারে বিনিয়োগ করা সম্ভব এবং এক, দুই, তিন বা পাচ বছরের জন্য টাকা জমানো যায়। পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদ ত্রৈমাসিক হারে গণনা করা হয়, তবে প্রদান করা হয় বার্ষিক হিসেবে বা কেউ মাসিক সুদ চাইলে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ করে নিতে পারবেন।
কিন্তু সরকারি নিয়ম অনুসারে সুদের উপর TDS কার্যকর হয়, তবে ৫ বছরের জন্য এফডি করলে তা আয়কর আইনের ধারা 80 C এর অনুসারে কর সাশ্রয় করা সম্ভব। তবে ন্যূনতম ২০০ টাকা বিনিয়োগ করতে হয় অথবা এর গুণিতকে মানে ১০০ টাকা বেশি করে করে বিনিয়োগ করা যায়। এই এফডি করার ক্ষেত্রে বিনিয়োগকারী চাইলে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে তা স্থানান্তর করে নিতেও পারেন।
তবে এতে মেয়াদ শেষ হওয়ার আগে তিনি টাকা তুলতে পারবেন না। তবুও যদি কখনো মেয়াদের আগেই টাকা তোলার প্রয়োজন হয়, তাহলে এক শতাংশ জরিমানা হয়ে থাকে। এছাড়া পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের মেয়াদ পূরণ হয়ে গেলেও পুনরায় রিনিউ করতে পারবেন পরিবর্তী মেয়াদের জন্য। আর এই রকম পদ্ধতি কাজে লাগিয়ে অনেকেই আছেনে যারা নিজেদের কষ্টের টাকা ডবল করেছেন।
বিনিয়োগকারী যদি পোস্ট অফিসে ১ বছরের জন্য টাকা ফিক্সড ডিপোজিট করেন তবে, তিনি ৬.৯০ শতাংশ হারে সুদ পাবেন, আবার তিনি যদি ১ থেকে ৩ বছরের জন্য ফিক্সড করেন তাহলে ৭.০০ শতাংশ সুদ পাবেন। আর ৩ থেকে ৫ বছরের জন্য ৭.৫০ শতাংশ। কিন্তু টাকা জমা দেওয়ার আগে সকলকে সুদের হার ও নিয়ম সম্পর্কে সকল তথ্য সম্পর্কে জেনে নেওয়ার দরকার আছে। কিন্তু এই পোস্ট অফিস স্কিমে অনেকটাই লাভ জনক রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারীরা।
আরও পড়ুন:- মাত্র ৫ হাজার টাকায় কলকাতা থেকে ৭টি দুর্দান্ত ট্রিপ, জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন:- নববর্ষে খুশির খবর! রোজভ্যালির টাকা ফেরত পেতে চলেছেন ৭.৫ লক্ষ মানুষ