ওয়াকফ আইন কি ? নতুন আইন পাস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : নতুন রূপে আইন হিসেবে আত্মপ্রকাশ করল ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৫। শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিতে আনুষ্ঠানিকভাবে এটি আইনে পরিণত হয়। সংসদের দুই কক্ষেই দীর্ঘ আলোচনার পর বিলটি পাশ হয়েছিল—লোকসভায় পেশ হয় বুধবার, আর রাজ্যসভায় আলোচনা চলে প্রায় ১২ ঘণ্টা। এরপর ৫ এপ্রিল, রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে তা আইনি মর্যাদা পায়।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

আইনটির মূল উদ্দেশ্য ও কেন্দ্রের অবস্থান

কেন্দ্র সরকারের দাবি, এই নতুন আইন মুসলিম সমাজের সার্বিক উন্নয়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিশেষ করে মুসলিম নারীদের ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দক্ষতা বৃদ্ধি, ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ তৈরির মাধ্যমে সমাজে তাঁদের ভূমিকা আরও শক্তিশালী হবে বলেই সরকারের অভিমত।

সরকারের যুক্তি, দেশের প্রায় ৮.৭২ লক্ষ ওয়াকফ সম্পত্তি যদি সঠিকভাবে পরিচালিত হয়, তবে মুসলিম সমাজের পাশাপাশি গোটা দেশ উপকৃত হবে।

দুর্নীতি ও অস্বচ্ছতা দূর করে, এই সম্পত্তিগুলিকে জনহিতৈষী কাজে ব্যবহারের উপযোগী করাই আইনটির মূল উদ্দেশ্য।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন