Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দেশের কোটি কোটি গরীব ও মধ্যবিত্ত মানুষদের জন্য প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি প্রকল্পের মাধ্যমে সকল প্রকারের জরুরি ও দরকারি ওষুধে বিশাল ছাড় দেওয়া হচ্ছে। এখনকার এই ব্যাস্ততা ভরা জীবনে সকল মানুষেরই কোন না কোন অসুখ লক্ষ্য করা যাচ্ছে এবং সকলের বয়স যখন ৫০ বা ৬০ হয়ে যাচ্ছে তখন তো আর কোন কথাই নেই।
প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি প্রকল্প ২০২৫
নিজেদের সারা জীবনের জমানো টাকা এক মুহূর্তের মধ্যে খরচ হয়ে যায় এই শরীর খারাপের জন্য এবং পরিবারের ওপরে চাপ পরে সেটা তো আলাদা। আর দিন দিন প্রাইভেট হাসপাতাল গুলোতে চিকিৎসার খরচ অনেকটাই বৃদ্ধি পাচ্ছে যা গরীব ও মধ্যবিত্ত মানুষদের ক্ষেত্রে করাটা এক কথায় অসম্ভব, আর এই জন্য অনেকেই অকালে নিজের কাছের মানুষদের ছেড়ে চলে যায়।
Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana 2025
এই প্রকল্পের মাধ্যমে সকল মানুষদের কোন নামি দামি ব্র্যান্ডের ওষুধের তুলনাতে ৫০% থেকে ৯০% পর্যন্ত কম দামে একই গুণগত মান ও কাজ সহ ওষুধ কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে দেওয়া হয়ে থাকে গ্রাহকদের। সবার আগে এই প্রকল্প UPA 2 বা কংগ্রেস সরকারের সময়ে অর্থাৎ মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন ২০০৮ সালে শুরু করা হয়েছিলো।
কিন্তু সেই সময়ে কিছু সমস্যার কারণে জন্য এই স্কিম সেই ভাবে জনপ্রিয় হয়নি বা মানুষের কাজে লাগেনি। তাই ফের একবারের জন্য ২০১৪ তে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার ফলে ২০১৫ সালে আবার এই স্কিম শুরু করা হয়েছে। আর এই প্রকল্পের মাধ্যমে অনেক গুলো ওষুধের দোকান দেশের বিভিন্ন প্রান্তে খোলা হয়েছে যাতে এই পরিষেবা সকলের কাছে পৌঁছে দেওয়া যায়।
আর এই দোকান গুলোর নাম জন ঔষধি মেডিক্যাল স্টোর (Jan Aushadhi Medical Store) রাখা হয়েছে এবং প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি প্রকল্পের অন্তর্গত এই স্কিমে ৫০% থেকে ৯০% কম দামে ওষুধ দেওয়া হয় সকল দরকারি মানুষদের। আর দেশের মানুষদের স্বাস্থ্য সুরক্ষিত করার জন্য ভারত সরকারের তরফে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana) এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফে স্বাস্থ্য সাথী প্রকল্প (Swasthya Sathi Scheme) নিয়ে আসা হয়েছে।
আর এই দুই প্রকল্পের মাধ্যমে নাগরিকদের স্বাস্থ্য বীমা দেওয়া হয়ে থাকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক সাহায্য করা হয়। আর প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি প্রকল্পের মাধ্যমে খোলা ওষুধের দোকানে গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, ব্লাড প্রেসার, গর্ভবতি মেয়েদের জন্য, সুগারের ওষুধ, ক্যান্সারের ওষুধ এই রকমের ১৮০০ টি ওষুধ ও ৩০০ ধরণের অপারেশনের জিনিস দেওয়া হয়ে থাকে।