Bangla News Dunia, Pallab : উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে যে খবর মিলেছে, তাতে আগামী ১৫ মে’র মধ্যে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। আপাতত নির্দিষ্টভাবে কোনও তারিখ না জানানো হলেও ১৫ মে’র মধ্যে যে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়ে যাবে, তা নিশ্চিত করেছে সংসদ।
আরও পড়ুন : বিদ্যুৎ বিল কমাতে সরকারের নতুন উদ্যোগ! কি সুবিধা হবে ? বিস্তারিত জেনে নিন
আর যদি ১৫ মে ফলাফল প্রকাশিত হয়, তাহলে পরীক্ষা শেষ হওয়ার ৫৮ দিনের মধ্যে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করা হবে। কারণ এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ৩ মার্চ থেকে। পরীক্ষা চলেছিল ১৮ মার্চ পর্যন্ত। গতবার সেখানে ৬৯ দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হয়েছিল। আগেরবার উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৬ ফেব্রুয়ারি থেকে। আর পরীক্ষা শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি।
তবে অত তাড়াতাড়ি উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হওয়ায় সেদিনই পড়ুয়াদের হাতে মার্কশিট বা সার্টিফিকেট তুলে দেওয়া হয়নি। পরে পড়ুয়ারা মার্কশিট এবং শংসাপত্র পেয়েছিলেন। এবারও সংসদ সেই পথে হাঁটবে কিনা, সে বিষয়ে অবশ্য সংসদের তরফে কিছু জানানো হয়নি। সংসদ সূত্রে খবর, যখন আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হবে, তখন সেইসব বিষয় জানিয়ে দেওয়া হবে।