কম বয়সীদের মধ্যে বাড়ছে সুইসাইড প্রবণতা ! দেখুন কোন পথে মিলবে সমাধান ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী  : টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দের মৃত্যুর খবরে চাঞ্চল্য রয়েছে। বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলেই উঠে এসেছে ময়নাতদন্তে। আর এই ঘটনা সামনে আসার পরই সব মহলেই ফের শুরু হয়ে গিয়েছে আলোচনা। এই আত্মহত্যা নিয়েও শুরু হয়েছে জল ঘোলা। তবে প্রেমের রাস্তায় হাঁটতে গিয়ে কেন বারবার মৃত্যুর খাদে পড়ে যাচ্ছেন মানুষ, এই নিয়ে প্রশ্ন উঠছে।

কিন্তু শুধু পল্লবী দে নন, এমনকী বহু সাধারণ বাড়িতেও এখন আত্মহত্যা হচ্ছে। কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সাইকিয়ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: শর্মিলা সরকার বলেন, আত্মহত্যার আশঙ্কা এখন বাড়ছে। বিশেষত, ২০১৮ সাল থেকে ২০২১ পর্যন্ত প্রায় প্রতিবছর ১০ শতাংশ হারে বেড়েছে আত্মহত্যা। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই নিয়ে সতর্ক থাকতে হবে।

ডা: সরকারের মতে, আত্মহত্যাকে কোনও একটি কারণ দিয়ে বেঁধে রাখা যাবে না। অবস্থায় আত্মহত্যার পিছনে থাকে-

১. পারিবারিক আশান্তি

২. প্রেমজনিত সমস্যা

৩. চাকরি চলে যাওয়া

৪. অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাওয়া

৫. ব্যবসার ক্ষতি

৬. পড়াশোনায় অসফল

৭. মানসিক অসুখ যেমন ডিপ্রেশন,

৮. মদ্যপান বা অন্য কোনও নেশা ইত্যাদি

​কী কী লক্ষণ দেখা যায়?

তাঁর কথায়-

১. বারবার করে কোনও মানুষ সুইসাইডের কথা বলছেন।

২. আগেও সুউসাউড অ্যাটেম্প করেছেন।

৩. মানুষটা হঠাৎ করেই অনেকটা বদলে গিয়েছেন।

​সমাধান কী ভাবে ?

এক্ষেত্রে বাড়ির লোক ও কাছের লোকের অনেকটা ভূমিকা রয়েছে বলেই জানালেন ডা: সরকার। তাঁকে বোঝাতে হবে যে জীবনে আরও অনেক দিক রয়েছে যাঁর মাধ্যমে সময়টাকে উপভোগ করা সম্ভব হবে। এমনকী সমস্যাও মিটিয়ে ফেলা যাবে। বিভিন্ন থেরাপি বেরিয়ে গিয়েছে। এই থেরাপির মাধ্যমে মানুষটি ভালো থাকেন। পাশাপাশি রয়েছে এসেছে ওষুধ।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন