Warning: exif_imagetype(https://banglanewsdunia.com/wp-content/uploads/2024/08/59918c3a-897f-4d2e-a44c-a2c516c47837.png): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Not Found in /home/u842153353/domains/banglanewsdunia.com/public_html/wp-includes/functions.php on line 3338

Warning: file_get_contents(https://banglanewsdunia.com/wp-content/uploads/2024/08/59918c3a-897f-4d2e-a44c-a2c516c47837.png): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Not Found in /home/u842153353/domains/banglanewsdunia.com/public_html/wp-includes/functions.php on line 3358

কয়েক হাজার কোটির মালিক অক্ষয় কুমার, আর ছেলে সেকেন্ড হ্যান্ড জামা পরেন, রান্না করেন, বাসনও মাজেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বলিউডের সুপারস্টারদের জীবন একেবারে সোনায় মোড়া। তাঁরা কোটি কোটি টাকার মালিক। তাঁদের জীবনযাত্রার মানও একেবারে আলাদা। অট্টালিকার মতো বাড়ি, দামি সব গাড়ি, ব্র‍্যান্ডেড জামা কাপড়। সুপারস্টারদের ছেলেমেয়েরাও ছোট থেকেই স্পটলাইটে থাকেন, বিলাসবহুল জীবনযাত্রাতেই অভ্যস্ত হয়ে পড়েন তাঁরা।

তবে বলিউডের ‘খিলাড়ি কুমার’-এর ছেলে একেবারে আলাদা। নিঃসন্দেহে অক্ষয় কুমার এইক্ষেত্রে সবার জন্য একটি উদাহরণ তৈরি করতে পারেন। কারণ তাঁর ছেলে আরব ভাটিয়া বি-টাউনের সব চমক থেকে একেবারে দূরে নিজের মতো করে জীবন কাটাচ্ছেন, তাও একেবারে সাধারণ ভাবে। তাঁর জীবনে নেই কোনও বিলাসিতা।

অক্ষয় কুমার ২,৭০০ কোটি টাকার সম্পত্তির মালিক। তবুও তাঁর ছেলে আরব সেকেন্ড হ্যান্ড পোশাক কিনে পরেন। নিজের খাবার নিজেই রান্না করেন এবং বাসনপত্রও নিজেই মাজেন। একথা শুনে সকলেই হতবাক হবেন, তবে এটাই সত্যি। আর এই কথা প্রকাশ করেছেন অক্ষয় কুমার নিজেই।

অক্ষয় কুমার জানিয়েছেন, তাঁর ছেলে আরব ভাটিয়া বলিউডে যোগ দিতে একেবারেই আগ্রহী নন। যদিও তাঁর বাবা নিজে সুপারস্টার। মা টুইঙ্কেল খান্নাও বি-টাউনে বহু ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। আর তাঁর দাদু রাজেশ খান্নাও কিংবদন্তি অভিনেতা। তবে এই সব থেকে দূরে, আরব বর্তমানে লন্ডনে ফ্যাশন ডিজ়াইনারের একটি কোর্স করছেন।

অক্ষয় কুমারের ছেলে আরব মাত্র ১৫ বছর বয়সে বাড়ি ছাড়েন। তিনি লন্ডনে থাকেন এবং ঘরের সব কাজ নিজেই করেন। অক্ষয় কুমার বলেছেন যে, আরব শুধু নিজের খাবার নিজেই রান্না করেন, এমনটা নয়, বাসনপত্রও মাজেন।

সঙ্গে অক্ষয় কুমার দাবি করেছেন, ‘কোনও ব্র্যান্ডেড দোকান থেকে পোশাক কেনার পরিবর্তে, লন্ডনের ফুটপাত থেকেও আমরা কেনাকাটা করে থাকি। এবং অনেক সময় আরবকে সেকেন্ড হ্যান্ড পোশাক কিনতে এবং পরতেও দেখেছি।’

আরব মুম্বইয়ের ইকোল মন্ডেল ওয়ার্ল্ড স্কুলে নিজের শিক্ষাজীবন শুরু করেন। এরপর সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি লন্ডনে ফ্যাশন ডিজ়াইন নিয়ে পড়াশোনা করছেন। অন্যান্য সেলিব্রিটির ছেলেমেয়েদের হাই-ফাই পার্টিতে এবং রেড কার্পেটে দেখা গেলেও, আরব এই সমস্ত কিছু থেকে দূরে থাকতেই পছন্দ করেন।

আরবের সোশ্যাল মিডিয়ায় সেই ভাবে ফলোয়ার নেই। তিনি গ্ল্যামারের বাইরে জীবন কাটাতে চান। আরবকে প্রথমে দেখার পর, সোশ্যাল মিডিয়ায় দাদু রাজেশ খান্নার সঙ্গে তাঁর লুকের তুলনা করা হয়েছিল। তবে আরব এসব থেকে দূরে নিজের মতো স্বাধীন ভাবে বাঁচতে চান।

আরব ছোটবেলা থেকেই মার্শাল আর্টে আগ্রহী। এছাড়াও জুডোতে তিনি গোল্ডমেডেলিস্ট। সৃজনশীল কাজ করতে পছন্দ করলেও, বলিউডে কেরিয়ার গড়ার কথা ভাবেন না।

আরও পড়ুন:- ৩ বছরে ১১১০% রিটার্ন, সোমবারও লগ্নিকারীদের নজরে রেলের এই স্টক

আরও পড়ুন:- কোষ্ঠকাঠিন্যে ভুগছেন ? মুক্তি পেতে সহজ কিছু উপায় জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন