কলকাতা মেট্রোরেলে লক্ষাধিক বেতনে কর্মী নিয়োগ, দেখুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : কলকাতা মেট্রোরেলের চাকরি খুঁজছেন? আপনি কী সরকারি চাকরির স্বপ্ন দেখেন? তবে আপনার জন্য রয়েছে দারুণ একটি সুযোগ! কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL) বর্তমানে ফের এক নতুন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং উপযুক্ত প্রার্থীদের থেকে আবেদনপত্র আহ্বান করেছে। বলে রাখা ভালো এটি একটি ডেপুটেশন ভিত্তিক নিয়োগ, যা রেল মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। যারা আবেদন জানাতে আগ্রহী তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হল

আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি

নিয়োগকারী সংস্থার পরিচিতি:

KMRCL একটি কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ যা East-West মেট্রো করিডোর প্রজেক্ট বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। এই প্রতিষ্ঠান রেলের আধুনিকীকরণ ও কলকাতার গণপরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করতে নিরলস কাজ করে যাচ্ছে। কলকাতা মেট্রোরেলের সম্মন্ধে জানে না এমন মানুষও কম রয়েছে।

নিচে পদ ও তার সম্পর্কে বিস্তারিত দেওয়া হল :

  • শূন্যপদের নাম: ম্যানেজার (HR)
  • পদের সংখ্যা: অফিসিয়াল নোটিশ চেক করুন 
  • কাজের স্থান: কলকাতা, মেট্রোরেল
  • চাকরির ধরণ: ডেপুটেশন (সর্বোচ্চ ৫ বছর বা প্রজেক্ট শেষ হওয়া পর্যন্ত কাজের সুযোগ পাবেন )

আবেদনকারীর বেতন, যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • মাসিক পে লেভেল: কেন্দ্রের ৭ম পে কমিশন অনুসারে পে লেভেল 11 (67,700-2,08,700/-) অথবা IDA পে স্কেল (70,000-2,00,000/-)
  • আবেদনকারীদের কাজের অভিজ্ঞতা: রেলওয়ে বা রেল বোর্ডের পার্সোনেল ডিপার্টমেন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কেন্দ্রীয় PSU-তে কর্মরত অফিসারদের জন্যও এই পদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে।
  • আবেদনকারীদের বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর (০১.০৭.২০২৫ তারিখ অনুসারে বয়স গননা করা হবে)
  • অন্যান্য যোগ্যতা: শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে এবং কোনো ভিজিল্যান্স কেসে যুক্ত থাকা চলবে না।

অন্যান্য সুবিধা সমূহ :

এই পদে নিয়োজিত ব্যক্তিরা মূল বেতনের পাশাপাশি ডেপুটেশন এলাউন্স পাবেন। এছাড়াও KMRCL-এর HR নিয়ম অনুসারে অন্যান্য সুবিধাও প্রযোজ্য হবে, যেমন মেডিকেল, ট্রান্সপোর্ট, এবং লিভ বেনিফিটস ইত্যাদি।

আবেদনের পদ্ধতি :

১. প্রার্থীকে পূর্ণাঙ্গ বায়ো-ডাটা সহ আবেদন করতে হবে, এরমধ্যে আপনার নাম, বাবার নাম, জন্মতারিখ, জাতি, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি বিস্তারিতভাবে উল্লেখ থাকবে অবশ্যই যোগাযোগ নম্বর ও ইমেইল এড্রেস উল্লেখ করতে হবে ।

২. আবেদনপত্রের সঙ্গে অবশ্যই বর্তমান কর্মস্থলের “No Objection Certificate (NOC)” সংযুক্ত থাকতে হবে।

৩. এর সঙ্গে শেষ ৫ বছরের APAR (Annual Performance Appraisal Report) এর গ্রেডিংও সংযুক্ত করতে হবে।

৪. আবেদনপত্রটি একটি সিল করা খামে জমা করতে হবে হবে, যেখানে খামের ওপর স্পষ্টভাবে লিখতে হবে – “Application for appointment to the post of Manager (HR) on deputation”।

৫. আবেদনপত্র অবশ্যই Railway Board-এর Joint Secretary (Deputation)-এর মাধ্যমে প্রেরণ করতে হবে, তাছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না।

৬. আবেদন করার শেষ তারিখ: বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে, অর্থাৎ ১৬ মে ২০২৫ সন্ধ্যা ৬:৩০টার আগে আবেদন পত্র জমা করতে হবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন