কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি সুজয় পাল। দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এই দায়িত্ব সামলিয়েছে, প্রাক্তন বিচারপতি টিএস শিবজ্ঞানম অবসরের পর তাঁকে স্থায়ীভাবে ওই পদে নিয়োগ করা হল। শুক্রবার রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর হাতে শপথবাক্য পাঠ করান। এর মাধ্যমে কলকাতা হাইকোর্টের ৪৪তম প্রধান বিচারপতির আসনে বসলেন তিনি।
এর আগে মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে বদলি হয়ে তেলাঙ্গানা হাইকোর্টের মাধ্যমে গত বছরের ১৮ জুলাই কলকাতা হাইকোর্টে আসেন বিচারপতি সুজয় পাল।
শপথ গ্রহণের পর বক্তব্য রাখতে গিয়ে দেশের স্বাধীনতা আন্দোলনে বাংলার ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন নতুন প্রধান বিচারপতি। একই সঙ্গে বিচারপতি রাসবিহারী বসু এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অবদান স্মরণ করে তিনি বলেন,
এই রাজ্যের বিচার ও গণতান্ত্রিক ঐতিহ্য দেশের কাছে পথপ্রদর্শক।”
বিচারপতি সুজয় পাল মধ্যপ্রদেশের জব্বলপুরে জন্মগ্রহণ করেন। তাঁর বেড়ে ওঠা ও শিক্ষাজীবনও মধ্যপ্রদেশেই। তিনি জব্বলপুরের রানি দুর্গাবতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন।














