কাজ করতে পারবেন চাকরিহারা শিক্ষকরা, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সুপ্রিম কোর্টে রায়ে সাময়িক স্বস্তি পেলেন এসএসসি-র চাকরিহারারা। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট জানাল, দাগি হিসেবে চিহ্নিত নন, এমন শিক্ষকেরা আপাতত স্কুলে যেতে পারবেন। সেই সঙ্গে বাড়ল নিয়োগপ্রক্রিয়ার সময়সীমাও। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।

অযোগ্য নন এমন শিক্ষকরা আপাতত স্কুলে যেতে পারবেন বলে জানাল প্রধান বিচারপতির বেঞ্চ। তবে এই নির্দেশ খালি শিক্ষকদের ক্ষেত্রেই প্রযোজ্য। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য খাটবে না। তাঁদের ক্ষেত্রে আগের নির্দেশই বলবৎ থাকবে। এই রায়ের কারণ ব্যাখ্যাও করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি জানান,’এই রায় পড়ুয়াদের শিক্ষা নিয়ে চিন্তিত। এই নির্দেশের ফলে কেউ কোনও বিশেষ সুবিধা পাবেন না’।

আরও পড়ুন:- গীতাঞ্জলী প্রকল্পে রাজ্য ৩ লক্ষ ৩০ হাজার দিচ্ছে নিজের বাড়ি বানাতে। বিস্তারিত জেনে নিন

 

সেই সঙ্গে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, ৩১ মে-র মধ্যে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে। তা  আদালতে হলফনামা দিয়ে জানাতে হবে ৩১ মে-র মধ্যেই। চলতি বছর শেষের আগেই পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া।

আরও পড়ুন:- চিকিৎসার নামে পাঁচ বছরের শিশুকে সিগারেট খাওয়াল ডাক্তার, জানুন বিস্তারিত 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন