Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বলিউড অভিনেতা অনুপম খের ‘তানভি দ্য গ্রেট’-এর মুক্তি নিয়ে খুবই উচ্ছ্বসিত। মুক্তির আগেই বড় সম্মান সিনেমার ঝুলিতে ৷ অভিনেতা পরিচালিত ‘তানভি দ্য গ্রেট’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে কান চলচ্চিত্র উৎসবে। মার্চে ডু ফিল্ম সেকশনে দেখানো হবে এই সিনেমা ৷
অনুপম খেরের বিবৃতি
কান চলচ্চিত্র উৎসবে অভিনেতা-পরিচালকের ছবি নির্বাচিত হওয়ার পর আবেগ ধরে রাখতে পারেননি অনুপম ৷ তিনি বলেন, “আমি সবসময় ইউনিভার্সাল থিম নিয়ে সিনেমা বানানোর চেষ্টা করেছি ৷ এমন সিনেমা যা সকল সীমা অতিক্রম করে সকলের মন ছুঁয়ে যায় ৷ সেখান থেকেই জন্ম হয়েছে তানভি দ্য গ্রেট স্টোরির ৷”
তিনি আরও বলেন, “এই সিনেমা আমরা অন্তর দিয়ে বানিয়েছি ৷ আমি বিশ্বাস রাখি, এই সিনেমা যেমন আমেদাবাদের দর্শকদের মন ছুঁতে পারবে তেমনই আমেরিকার দর্শকদেরও মন ছুঁয়ে যাবে ৷” জানা গিয়েছে, এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী মিউজিশিয়ান এসএস কিরাবানি ৷ খের বলেন, “সিনেমায় কিরাবানির মিউজিক এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যার স্বপ্ন দেখতাম আমি ৷ আমি সত্যিই গর্বিতবোধ করছি তানভি দ্য গ্রেট সিনেমা বিশ্ব দরবারে উপস্থাপন করার সুযোগ পেয়ে ৷” সিনেমার স্ক্রিনিংয়ে পরিচালক অনুপমের পাশাপাশি উপস্থিত থাকবেন অন্যান্য সদস্যরা ৷
কান প্রিমিয়ারের মাধ্যমে লন্ডন, নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেস সহ প্রধান শহরগুলিতে প্রদর্শনী হবে এই ছবির ৷ ‘তানভি দ্য গ্রেট’ অনুপমের দ্বিতীয় পরিচালিত ছবি। এর আগে 2002 সালে অনুপম খের পরিচালিত অনিল কাপুর, ফারদিন খান এবং অভিষেক বচ্চন অভিনীত ছবি ‘ওম জয় জগদীশ’ মুক্তি পায়। জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এনএফডিসি) তানভি দ্য গ্রেটের সহ-প্রযোজক হিসেবে যোগ দিয়েছে। উল্লেখ্য, এনএফডিসি এর আগে ‘জানে ভি দো ইয়ারো’, ‘মির্চ মশলা’, ‘দ্য মেকিং অফ মহাত্মা’, ‘সালাম বোম্বে’ এবং ‘কিসা’-এর মতো ছবি প্রযোজনা করেছে ।
আরও পড়ুন:- পার্সোনাল লোন নাকি ক্রেডিট কার্ড লোন! জানুন কোন ঋণে আপনাকে কম সুদ গুনতে হবে?
আরও পড়ুন:- সমুদ্রের তলায় ১২ হাজার বছর পুরনো পিরামিড, ইতিহাস কি বদলে যাবে ?