কালীপুজোয় তারাপীঠে শক্তির আরাধনা, সেজে উঠেছে গোটা মন্দির, প্রচুর ভক্ত সমাগম

By Bangla News Dunia Dinesh

Published on:

আশিস মণ্ডল, রামপুরহাট: কালীপুজো (Kali Puja) উপলক্ষ্যে তারাপীঠে (Tarapith) শক্তির আরাধনা। সেজে উঠেছে গোটা মন্দির। পুণ্যার্থীদের ভিড়ে ঠাসা মন্দির চত্বর। ভোর থেকে শুরু হয়েছে মাতৃ আরাধনা।

মা তারাকে কালীপুজোর রাতে শ্যামা মা হিসাবে পুজো করা হয়। সোমবার রাতে মা তারাকে বেনারসি পরিয়ে রাজ রাজেশ্বরী ডাকের সাজে সাজানো হবে। পরানো হয় সোনার অলঙ্কার। মন্দিরের সেবাইত ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, ‘কালীপুজো উপলক্ষ্যে মা তারার দুবার ভোগ রান্না হয়। দুবারই পঞ্চব্যাঞ্জন সহযোগে ভোগ নিবেদন করা হয়। ভোগে দেওয়া শোল মাছ পোড়া। এছাড়াও তন্ত্রমতে সুরা সহযোগে বলি দেওয়া পাঁঠার মাংস ভোগে নিবেদন করা হয়। সন্ধ্যায় লুচি ও মিষ্টির ভোগ দেওয়া হয়।’

কালীপুজো উপলক্ষ্যে প্রচুর ভক্ত সমাগম হয়েছে মন্দিরে। নিয়ম মেনে নিশি রাতে মা তারার সামনে মাটির প্রদীপ জ্বালানো হবে। শ্মশানে এবং জীবিত কুণ্ডর ঘাটেও প্রদীপ জ্বালানো হবে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন