কীভাবে ডাউনলোড করবেন ২০০২ সালের ভোটার তালিকা ? দেখে নিন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী দপ্তর ঘোষণা করেছে, আগস্ট মাস ২০২৫ থেকে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। যারা নতুন ভোটার তালিকায় নিজের নাম তুলতে চান বা পুরনো তথ্য আপডেট করতে চান, তাঁদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সুযোগ হতে চলেছে। এই নিবন্ধে আলোচনা করা হলো—আপনার কী নথি লাগবে, কাদের জন্য ২০০২ সালের ভোটার তালিকা প্রমাণ হিসেবে জরুরি এবং কীভাবে আপনি সেটি অনলাইনে ডাউনলোড করবেন।

আরও পড়ুন : ৮ আগস্টের পর ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ! চালু রাখতে এই কাজ করুন

কীভাবে ডাউনলোড করবেন ২০০২ সালের ভোটার তালিকা? দেখেনিন

২০০২ সালের তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এখনো পাওয়া যাচ্ছে। নিচের ধাপগুলো অনুসরণ করুন—

ধাপ ১:

এর জন্য প্রথমে যান পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে:

👉 https://ceowestbengal.nic.in/roll_dist

ধাপ ২:

Electoral Roll” বা “Voter List” অপশন সিলেক্ট করুন।

ধাপ ৩:

আপনার জেলা (District) নির্বাচন করুন। যেমন: উত্তর ২৪ পরগনা / হাওড়া / দার্জিলিং বা অন্য

ধাপ ৪:

এর পর আপনার বিধানসভা কেন্দ্র (Assembly Constituency) সিলেক্ট করুন। যেমন: বেহালা পূর্ব, বাগনান, রানিগঞ্জ বা অন্য ইত্যাদি।

ধাপ ৫:

এরপর আপনার পোলিং স্টেশন নম্বর দিন এবং “Final Roll” বিকল্পে ক্লিক করুন।

ধাপ ৬:

এরপর ২০০২ সালের তালিকা PDF আকারে খুলে যাবে। আপনি এটি ডাউনলোড করে রাখতে পারেন বা প্রিন্ট করে জমা দেওয়ার সময় ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন : হার্টের  সমস্যার ক্ষেত্রে সেরা হোমিওপ্যাথি চিকিৎসা !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন