কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে ? মাত্র ২ মিনিটে জেনে নিন অনলাইনে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

এখন আর সরকারি দপ্তরে বারবার ছোটাছুটি করার দরকার নেই। পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস জানার প্রক্রিয়াটিকে অনলাইন করে দিয়েছে, যার ফলে কৃষকরা এখন খুব সহজেই নিজেদের আবেদনের স্থিতি এবং টাকা ঢোকার খবর ঘরে বসেই জানতে পারবেন। এই সুবিধাটি কিছু দিন বন্ধ থাকলেও, সম্প্রতি আবার চালু করা হয়েছে। এই ব্লগ পোস্টে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কীভাবে আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন।

আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR

কেন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস জানা জরুরি ?

কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ, যা রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে। এই প্রকল্পের মাধ্যমে রবি এবং খরিফ মরসুমে কৃষকদের দুটি কিস্তিতে টাকা দেওয়া হয়। আপনার আবেদন অনুমোদিত হয়েছে কিনা, অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা অথবা কোনো তথ্য ভুল থাকার কারণে আবেদন বাতিল হয়েছে কিনা, তা জানার জন্য স্ট্যাটাস চেক করা অত্যন্ত জরুরি। সময়মতো স্ট্যাটাস জানতে পারলে যেকোনো সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হয়।

অনলাইনে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার পদ্ধতি

নিচের সহজ ধাপগুলো অনুসরণ করে আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন:

  • অফিসিয়াল ওয়েবসাইটে যান: প্রথমে আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট, https://krishakbandhu.wb.gov.in/ এ যেতে হবে।
  • “নথিভুক্ত কৃষকের তথ্য” বিকল্পটি বেছে নিন: ওয়েবসাইটের হোমপেজে আপনি একাধিক বিকল্প দেখতে পাবেন। তার মধ্যে থেকে দ্বিতীয় বিকল্প, অর্থাৎ “নথিভুক্ত কৃষকের তথ্য” (Registered Farmer Information) -এ ক্লিক করুন।
  • শনাক্তকরণের মাধ্যম নির্বাচন করুন: এই পেজে আপনি বিভিন্ন পরিচয়পত্রের মাধ্যমে আপনার স্ট্যাটাস খুঁজতে পারবেন। এর মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল নম্বর, বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। আপনার কাছে যে তথ্যটি সহজলভ্য, সেটি বেছে নিন।
  • প্রয়োজনীয় তথ্য দিন এবং সার্চ করুন:
    • আপনি যদি আধার কার্ড বেছে নেন, তাহলে নির্দিষ্ট বাক্সে আপনার আধার নম্বরটি লিখুন।
    • এরপর “I am not a robot” লেখাটির পাশের চেকবাক্সে ক্লিক করে ক্যাপচা ভেরিফিকেশনটি সম্পূর্ণ করুন।
    • সবশেষে “Search” বাটনে ক্লিক করুন।

আরও পড়ুন : আধার কার্ড নাগরিকত্ব প্রমানের ডকুমেন্টস নয় – জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন