Bangla News Dunia , Pallab : কেন্দ্রীয় সরকারের এক যোজনার (PM Kaushal Vikas Yojana) আওতায় প্রশিক্ষণের পাশাপাশি পাওয়া যায় মোটা টাকার বৃত্তিও! হ্যাঁ, ভারতের বেকার যুবক-যুবতীদের কথা মাথায় রেখে আর্থিক সাহায্যের পাশাপাশি কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দিয়ে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে কেন্দ্র।
আরও পড়ুন : স্মার্টফোনের এই ৭ টিপস না জানলে বিপদ, কমতে পারে ডিভাইসের জীবন
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পিএম কৌশল বিকাশ যোজনার আওতায় ভারতের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান খুঁজে দেওয়ার লক্ষ্যে একেবারে কোমর বেঁধে নেমেছে সরকার। যোগ্য ছেলে-মেয়েদের প্রশিক্ষণের পাশাপাশি মাসিক বৃত্তির মাধ্যমে বেকারত্ব কমাতে সুন্দর ভবিষ্যত তৈরির নতুন দিগন্ত খুলে দিয়েছে দিল্লি। চলুন জেনে নিই প্রকল্পটির খুঁটিনাটি।
2015 থেকে পথ চলা শুরু হয়েছিল :
দেশের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের খোঁজ দিতে 2015 সালে পিএম কৌশল বিকাশ যোজনার আওতায় প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, এই প্রকল্পের অধীনে চাকরিপ্রার্থীদের প্রায় 40টি সরকারি সেক্টরে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই সাথে প্রশিক্ষণের মেয়াদ শেষে প্রদান করা হয় সার্টিফিকেটও।
প্রশিক্ষণ চলাকালীন পাওয়া যাবে বেতন :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পিএম কৌশল বিকাশ যোজনার আওতায় প্রশিক্ষণ চলাকালীন যোগ্য যুবক-যুবতীদের প্রতিমাসে বৃত্তি বাবদ 8 হাজার টাকা প্রদান করে কেন্দ্র। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশের 1.6 কোটিরও বেশি মানুষ কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের আওতায় পছন্দের চাকরি বেছে নিয়েছেন।
আসছে পিএম কৌশল বিকাশ যোজনা 4.O :
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্যতম লক্ষ্য, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা 4.O চালু করা। জানা যাচ্ছে, খুব শীঘ্রই তাঁর হাত ধরেই পথ চলা শুরু হবে 4.O যোজনার। বলা বাহুল্য, এই প্রকল্পের সুবিধা পেতে চাইলে দ্রুত রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।