কোন শিক্ষকরা বেতন পাবেন ? বিভ্রান্তি স্কুলে স্কুলে। জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

ssc , job , andolon, chakri

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সুপ্রিম কোর্টের নয়া নির্দেশে চাকরিহারা শিক্ষকদের আপাতত স্কুলে যাওয়ার অনুমতি মিলেছে । তাঁরা ডিসেম্বর মাস পর্যন্ত স্কুলে যেতে পারবেন । কিন্তু স্কুলে গেলেও তাঁরা কি বেতন পাবেন ? সেই নিয়েই উঠেছে প্রশ্ন । এই প্রশ্ন নিয়েই চিন্তায় স্কুলের প্রধান শিক্ষকরা । কারণ এখনও কাদের বেতন হবে, সেই নিয়ে কোনও নির্দেশিকা প্রকাশ করা হয়নি শিক্ষা দফতরের তরফে ।

আপাতত সেই সরকারি নির্দেশিকার অপেক্ষায় প্রধান শিক্ষকরা । ইতিমধ্যেই স্যালারি সাবমিশনের জন্য সুনির্দিষ্ট নির্দেশিকা প্রকাশের দাবি জানিয়ে কমিশনার অফ স্কুল এডুকেশন, প্রিন্সিপাল সেক্রেটারি এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির কাছে চিঠি পাঠিয়েছে একটি শিক্ষক সংগঠন ।

সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী, বেতন পাবেন নবম থেকে দ্বাদশের যোগ্য শিক্ষকরা । কিন্তু এই ‘যোগ্য’ শিক্ষক কারা ? সেই নিয়ে তৈরি হয়েছে ধন্ধ । কারণ এই যোগ্য ও অযোগ্যদের তালিকা এখনও প্রকাশ করা হয়নি । তালিকা প্রকাশ না-হওয়ায় কাদের বেতন দেওয়া হবে, কারা যোগ্য শিক্ষক, সেই নিয়েই ধন্ধে রয়েছেন প্রধান শিক্ষকরা ।

পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা বলেন, “যোগ্য ও অযোগ্য তালিকা প্রকাশ না-করার ফলে আমরা বেতনের কাজ করতে পারছি না । কারণ কারা যোগ্য আর কারা অযোগ্য, এ বিষয়ে আমরা কিছু জানি না । সেই জন্য আমি আমার স্কুলের 2016 সালে নিয়োগ হওয়া দুই শিক্ষকের নাম সমেত চিঠি পাঠিয়েছি ডিআই ও পর্ষদের কাছে । তাঁদের বেতন হবে কি না সেটাই আমি জানতে চেয়েছি চিঠির মারফত ।”

এই বিষয়ে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন, “20 তারিখের মধ্যে আমরা বেতনের কাজ সম্পন্ন করে দিই । কিন্তু এই বারে কেন সরকার দেরি করছে আমরা জানি না । দাবি করছি সরকারের কাছে, অবিলম্বে বেতনের পোর্টাল থেকে অযোগ্যদের নাম বাদ দিয়ে দেওয়া হোক ।”

এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে সাধারণ সম্পাদক কিংকর অধিকারী পর্ষদ সভাপতিকে চিঠি দিয়ে জানান, “সাধারণত প্রতি মাসের 10 তারিখের মধ্যে এই কাজটি সম্পন্ন করা হয়ে থাকে । আজ পর্যন্ত কোনও নির্দেশিকা না-পাওয়ার ফলে এখনও পর্যন্ত সেই স্যালারি সাবমিশনের কাজটি করা সম্ভব হচ্ছে না । আমরা আপনার কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে এ ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করে বিদ্যালয়গুলির উদ্দেশে সুস্পষ্ট বার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন । সুনির্দিষ্ট নির্দেশিকা ছাড়া বিদ্যালয় প্রধানগণের পক্ষে কোনওভাবেই এই স্যালারি সাবমিশন সম্ভব নয় । আশা করি, আপনি এর গুরুত্ব উপলব্ধি করে অতি সত্বর একটি সুস্পষ্ট নির্দেশিকা পাঠানোর ব্যবস্থা করবেন ৷”

আরও পড়ুন:- জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন