২৫শে ডিসেম্বর পৃথিবীজুড়ে এক বিশেষ দিন হিসেবে পরিচিত, যাকে ক্রিসমাস বলা হয়। খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্যে এটি যীশুখ্রিস্টের জন্ম উৎসব হলেও, আজকাল অনেক অখ্রিস্টানও এই উৎসবটি উদযাপন করে থাকেন।
এই দিনটিতে ঘরবাড়ি দারুণভাবে সাজানো হয়, রঙিন আলোর মালা আর ক্রিসমাস ট্রি দিয়ে বাড়ির পরিবেশ ঝলমলে হয়ে ওঠে। পরিবার-পরিজনের সঙ্গে একত্রে সময় কাটানো, বন্ধুদের সাথে উপহার বিনিময়, আর সুস্বাদু খাবারের আয়োজন এই উৎসবকে আরও রঙিন করে তোলে।
বিশেষ করে বাচ্চাদের জন্য এই দিনটা খুবই আনন্দের, কারণ সান্তা ক্লজের গল্প, উপহারের অপেক্ষা আর চারপাশের উৎসবমুখর পরিবেশ তাদের খুবই আনন্দ দেয়। সবমিলিয়ে ২৫শে ডিসেম্বর এমন একটা দিন, যেদিন সবাই ধর্ম-বর্ণের পার্থক্য ভুলে একসঙ্গে উৎসবের আনন্দ উপভোগ করে।














