গভীর নিম্নচাপ বঙ্গে। কতদিন বৃষ্টি চলবে ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বঙ্গে গভীর নিম্নচাপের প্রভাবে চলছে বৃষ্টি । সঙ্গে ঝোড়ো হাওয়া । উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । পশ্চিমবঙ্গের ক্যানিং এবং বাংলাদেশের মংলার মাঝামাঝি রায়দিঘির কাছে এটি স্থলভাগে প্রবেশ করেছে । আজ রাতের মধ্যে এটি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে ।

নিম্নচাপ বাংলাদেশের দিকে সরে যাওয়ায়, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমবে । তবে উপকূল ও বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে । এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে । শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে ।

আজ দুই 24 পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে দু-এক জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । দুই 24 পরগনা ও দু-এক জায়গায় 65 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে । কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে । পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে ।

শুক্রবার দুই 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি দু-এক জায়গায় । 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে । শনিবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ ।

আজ প্রবল বৃষ্টির সতর্কতা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে । দার্জিলিং, কালিম্পং-সহ অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে । সঙ্গে 65 কিমি বেগে ঝোড়ো বাতাস বওয়ার পূর্বাভাস রয়েছে ।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন