Bangla News Dunia, Pallab : সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় (MoRTH এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সকল গাড়ির মালিকদের নিবন্ধিত গাড়ির তথ্যের সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই যুক্ত বা আপডেট করতে হবে।
এখন সহজেই গাড়ির মালিকেরা তাদের মোবাইল নাম্বার আপডেট বা লিংক করতে পারবেন, নিবন্ধিত গাড়ির তথ্যের সঙ্গে। এর পাশাপাশি অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের সাথে মোবাইল নাম্বার লিংক ও আপডেট করতে পারবেন।
আরও পড়ুন : জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত, সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করছে ?
মোবাইল নাম্বার লিংক করার সুবিধা:
- গাড়ির তথ্য সহজে ও নিরাপদে পাওয়া যাবে।
- ট্রাফিক/চালান সংক্রান্ত নোটিশ বা গুরুত্বপূর্ণ তথ্য আপনার ফোনে পৌঁছে যাবে।
- ভবিষ্যতে আরটিও অফিসে না গিয়েই অনেক কাজ অনলাইনে সম্পন্ন করা যাবে।
আবেদন প্রক্রিয়া কি রয়েছে দেখুন:
১) প্রথমে আপনাকে parivahan.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি আবেদন ফর্মে আসতে পারবেন।
২) এরপর আপনার গাড়ির তথ্য উল্লেখ করুন। এরপর নিচে থাকা Validate এ ক্লিক করুন।
৩) এরপর নিচে আধার কার্ড নাম্বার, আধার কার্ডে উল্লেখিত নাম ও মোবাইল নাম্বার উল্লেখ করুন ও Verify এ ক্লিক করুন।
৪) এরপর OTP উল্লেখ করে সাবমিট করলেই হয়ে যাবে।
ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার লিংক/আপডেট পদ্ধতি দেখুনঃ-
১) প্রথমে আপনাকে parivahan.gov.in এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি আবেদন ফর্মে আসতে পারবেন।
২) এরপর পরবর্তী পেজে Driving Licence নাম্বার, জন্ম তারিখ, রাজ্য ও ক্যাপচার কোড উল্লেখ করে সাবমিট করুন।
৩) পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার উল্লেখ করে OTP Verify করে Authenticate এ ক্লিক করুন।
৪) এরপর আধার কার্ডের তথ চলে আসবে, নিচে থাকা Submit এ ক্লিক করুন।
৫) পরবর্তী পেজে ড্রাইভিং লাইসেন্স নাম্বার, নাম, অভিভাবক নাম ও মোবাইল নাম্বার লিংক রয়েছে কিনা, তা দেখতে পারবেন।
৬) মোবাইল নাম্বারটি পরিবর্তন বা নতুন নাম্বার লিংক করার জন্য , পাশে থাকা Proceed এ ক্লিক করুন।
৭) এরপর নতুন মোবাইল নাম্বার উল্লেখ করুন ও Send OTP তে ক্লিক করুন।
৮) এরপর ফাইনাল সাবমিট করুন OTP উল্লেখ করে, আপনার নতুন নাম্বার আপডেট হয়ে যাবে ড্রাইভিং লাইসেন্সের সাথে।