Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গ সরকারের গীতাঞ্জলী প্রকল্পে ৩ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়া হবে নিজের মাথায় পাকা ছাদ করার জন্য। দেশ সহ রাজ্যে অনেক মানুষ আছেন যারা এখন নিজেদের বাড়ি তৈরি করতে সমর্থ হননি এবং এই কারণের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে কয়েকটা সরকারি প্রকল্প নিয়ে আসা হয়েছে যেখানে গরীব মানুষদের আর্থিক সাহায্য প্রদান করা হয়।
পশ্চিমবঙ্গে গীতাঞ্জলী প্রকল্প ২০২৫
যাতে তারা নিজেদের মাথার ছাদ বানাতে পারে। কেন্দ্রের তরফে পিএম আবাস যোজনা নিয়ে আসা হয়েছিলো এবং রাজ্য সরকারের তরফে গীতাঞ্জলী আবাসন প্রকল্প আনা হয়েছে এই একই কারণের কথা মাথায় রেখে। এবারে রাজ্যের মানুষেরা কীভাবে এই প্রকল্পের মাধ্যমে নিজেদের মাথায় পাকা ছাদ পাবেন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
Gitanjali Housing Scheme 2025
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) ২৯ শে মে ২০১৪ সালে এই স্কিমের সূচনা করেন এবং এই স্কিমে ১৮ বছরের বেশি যে কোন পশ্চিমবঙ্গের নাগরিকেরা এর ফায়দা তুলতে পারবেন। রাজ্যের শহর ও গ্রামীণ দুই এলাকার মানুষেরাই সুবিধা পাবেন এই প্রকল্পের এবং এরই সঙ্গে স্থানিয় অর্থনীতি আরও কিছুটা মজবুত হবে বলেও আশা করছেন অনেকেই।
আরও পড়ুন:- ওয়াকফ আইন রুখতে সুপ্রিম কোর্টে ৭৩টি মামলা, আজ লড়াই শুরু ।
রাজ্য সরকারের আবাসন প্রকল্প
গীতাঞ্জলী প্রকল্পের মাধ্যমে যেই সকল মানুষেরা গ্রামীণ ও শহরি এলাকায় বসবাস করেন তারা ১ লক্ষ ৬৭ হাজার টাকা, সুন্দরবন এলাকায় বসবাস করলে ১ লাখ ৯৪ হাজার টাকা, দার্জিলিং বা অন্য কোন পার্বত্য এলাকায় বাস করলে ২ লাখ ৫০ হাজার, জলপাইগুড়ি বা কোন বন্য এলাকার ক্ষেত্রে ৩ লাখ টাকা ও সরকারি জায়গায় বহুতল হলে ৩ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়া হয়।
এই আবাসন প্রকল্পে আবেদন করার জন্য নিজের জায়গা থাকতে হবে, আর মাসিক আয় ৬ হাজার টাকার কম মাসিক আয় হতে হবে ও অফলাইনেই এই প্রকল্পের মাধ্যমে আবেদন করতে হবে। BDO, SDO, পঞ্চায়েত বা পৌরসভাতে গিয়ে এই স্কিমের জন্য আবেদন করা যাবে। সরকারি আধিকারিকরা সকল তথ্য খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেবেন।
জন্ম থেকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন, নিজের নামে জায়গা থাকা আবশ্যক কিন্তু পাকা বাড়ি না থাকে যেন নইলে টাকা দেওয়া হবে না। জমি আবেদন কারির নিজের নামে থাকতে হবে ও সেখানে কোন ধরণের আইনি ঝামেলা হলে হবে না। এই সকল শর্ত পূরণ করলে তবেই এই সুবিধা পাওয়া যাবে। এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আরও পড়ুন:- SBI অমৃত বৃষ্টি 444 দিনের FD স্কিমে মিলবে অবিশ্বাস্য রিটার্ন। বিস্তারিত জানুন