গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন ও ডাউনলোড 2026 – West Bengal GP Income Certificate Online Apply & Download 2026

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

এখন আর গ্রাম পঞ্চায়েত অফিসে লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করার দরকার নেই।  আপনি চাইলে বাড়িতে বসে স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করেই গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদন ও ডাউনলোড করতে পারবেন।

বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে (GP Income Certificate Online Apply) খুব সহজেই আপনি আপনার কিংবা পরিবারের আয়ের সার্টিফিকেট (Income Certificate Apply West Bengal) তৈরি করে নিতে পারবেন মাত্র কয়েক মিনিটে।

এই ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হয়—

  • বিভিন্ন সরকারি কিংবা বেসরকারি স্কলারশিপে আবেদন করতে
  • কাস্ট সার্টিফিকেট তৈরির সময়
  • শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে
  • সরকারি চাকরির ফর্ম ফিলাপের সময়
  • বিভিন্ন সরকারি সুবিধা নেওয়ার জন্য
  • জাতিগত শংসাপত্র সার্টিফিকেট পেতে

আজকের এই প্রতিবেদনে আমরা ধাপে ধাপে জানিয়ে দেব—

  • অনলাইনে ইনকাম সার্টিফিকেটের আবেদন করার নিয়ম
  • কী কী ডকুমেন্ট লাগবে
  • কতদিনে সার্টিফিকেট পাওয়া যায়
  • অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন

কি কি ডকুমেন্টস লাগবে ইনকাম সার্টিফিকেট আবেদন করার জন্য – [ যেকোনো ২টি (POI & POA) ]

১) আধার কার্ড
২) ভোটার কার্ড
৩) রেশন কার্ড
৪) পাসপোর্ট
৫) ড্রাইভিং লাইসেন্স
৬) প্যান কার্ড
৭) কিষান পাসবুক
৮) CGHS/ECHS কার্ড
৯) শিক্ষাগত যোগ্যতার নথি
১০) ব্যাঙ্ক পাশবই
১১) পেনশন কার্ড
১২) ট্যাক্সের রসিদ কপি ইত্যাদি।

গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন পদ্ধতি – Gram Panchayat Income Certificate Online Apply West Bengal 2026

১) সর্বপ্রথম আপনাকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অফিসিয়াল পোর্টালে আসতে হবে।  এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।

২) পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পোর্টালে উপরে থাকা Online GP Certificate এই লেখায় ক্লিক করুন। 

৩) এরপর পরবর্তী পেজে APPLICATION TO GRAM PANCHAYAT FOR CERTIFICATE পোর্টালটি চলে আসবে।  এখন পোর্টালের নিচের বক্সে টিক মার্ক করে Proceed এ ক্লিক করুন।

৩) এখন যেকোনো একটি চালু মোবাইল নম্বর উল্লেখ করুন ও Generate OTP তে ক্লিক করুন।  মোবাইল নম্বরে OTP আসবে, তা বক্সে উল্লেখ করে ভেরিফাই করে লগইন করুন।

৪) পরবর্তী পেজে আবেদন ফর্মটি দেখতে পারবেন, এখন সঠিকভাবে নাম, ঠিকানা, উল্লেখ করুন ও ‘Income Certificate’ এই বক্সে টিক মার্ক করে নিচে পরিবারের বার্ষিক আয় কত টাকা উল্লেখ করুন।

৫) এরপর আবেদনকারীর পাসপোর্ট সাইজের কালার ফটো ও ২ টি নথি আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।

৬) আবেদন হয়ে গেলে রেজিস্ট্রার মোবাইল নম্বরে মেসেজ পেয়ে যাবেন, এছাড়াও সার্টিফিকেট এপ্রুভ হওয়ার সাথে মোবাইলে মেসেজ চলে আসবে।  এরপর অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন।

GP Income Certificate Online Download West Bengal 2026 – গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইন ডাউনলোড পদ্ধতি দেখুন 2026

১) সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে (Gram Panchayat Website West Bengal) আসতে হবে।  এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পোর্টালে উপরে থাকা Online GP Certificate এ ক্লিক করুন।

৩) এরপর পরবর্তী পেজে নিচের বক্সে টিক মার্ক করে, আবারও একই মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফাই করে লগইন করুন।

৪) এরপর আবেদন ফর্ম চলে আসবে, তবে উপরে থাকা Application Status Check & Certificate Download লেখায় ক্লিক করুন।

৫) পরবর্তী পেজে দেখতে পারবেন কতগুলো সার্টিফিকেট আবেদন করেছেন, কতগুলো এপ্রুভ হয়েছে।  সার্টিফিকেট এপ্রুভ হলে – Ready To Download লেখা চলে আসবে ও পাশে থাকা Download ( ↓) চিহ্নে ক্লিক করে ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

৭) সাধারণত ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন করার ৭ কর্মদিবসের মধ্যেই ইনকাম সার্টিফিকেট এপ্রুভ হয়ে যায়, অনেক সময় বিশেষ কিছু কারনে সময় লাগতে পারে।  ইনকাম সার্টিফিকেট একবার হয়ে গেলে, সেই সার্টিফিকেট এর বৈধতা ৬ মাস পর্যন্ত থাকে।

West Bengal Gram Panchayat Income Certificate Online Apply Link- Click Now

West Bengal GP Income Certificate Online Download Link:- Click Now

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন