চলতি বছরের শেষে ভারতে আসতে পারেন ইলন মাস্ক, জানালেন টেসলা কর্তা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : চলতি বছরের শেষে তাঁর ভারতে আসার পরিকল্পনা রয়েছে। শনিবার একথা জানিয়েছেন টেসলা, স্পেসএক্স-কর্তা এলন মাস্ক। শুক্রবার মাস্কের সঙ্গে ফোনে আলোচনার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সেই প্রসঙ্গ উল্লেখ করে মাস্ক বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলতে পারা সম্মানের ব্যাপার। আমি এই বছরের শেষদিকে ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

আরও পড়ুন : মানসিক আঘাতের চিকিৎসায় সেরা হোমিওপ্যাথি ওষুধ !

ভারতে টেসলার বৈদ্যুতিন গাড়ি বিক্রি করতে দীর্ঘদিন ধরে সক্রিয় মাস্ক। পাশাপাশি মাস্কের অপর সংস্থা স্টারলিংক-ও এদেশে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দিতে আগ্রহী। সূত্রের খবর, গতমাসে ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মাস্কের বৈঠকের পর ভারতে টেসলা ও স্টারলিংকের ব্যবসা শুরু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেছে। এই পরিস্থিতিতে মাস্কের ভারত সফরের আগাম ঘোষণার বাড়তি তা‌ৎপর্য রয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

শুক্রবার মাস্কের সঙ্গে ফোনালাপের পর এক্স পোস্টে প্রধানমন্ত্রী মোদি লিখেছিলেন, ‘এলন মাস্কের সঙ্গে কথা বলেছি। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এই বছরের শুরুতে ওয়াশিংটন ডিসিতে আমরা বৈঠক করেছিলাম। সেখানে আলোচ্য বিষয়বস্তু নিয়েও মতবিনিময় করেছি। প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার বিশাল সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। ভারত এই ক্ষেত্রে আমেরিকার সঙ্গে অংশীদারিকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।

আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন