ছ’বছরে সবচেয়ে কম মুদ্রাস্ফীতি ! কি প্রভাব বাজারে ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : কমেছে মুদ্রাস্ফীতি ৷ গত ছ’বছরের মধ্যে সবচেয়ে কম মুদ্রাস্ফীতি হয়েছে চলতি বছরের মার্চে ৷ শাক-সবজি ও প্রোটিন সমৃদ্ধ খাদ্য সামগ্রীর দাম কমেছে ৷ তাই তা 3.34 শতাংশে নেমে এসেছে ৷ এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান (স্ট্যাটিসটিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, এমওএসপিআই) মন্ত্রকের প্রকাশিত তথ্য ৷

আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন

বিজেপি সরকারের রিপোর্টে দাবি করা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে কনজিউমার প্রাইস ইনডেক্ট (সিপিআই) মুদ্রাস্ফীতি ছিল 3.61 শতাংশ এবং গত বছরের মার্চে তা ছিল 4.85 শতাংশ ৷ 2019 সালের অগস্টে মুদ্রাস্ফীতি ছিল 3.28 শতাংশ ৷ তারপর থেকে এ পর্যন্ত মুদ্রাস্ফীতির হার সবচেয়ে কম হয়েছে এই বছরের মার্চে ৷

খাদ্য সামগ্রীর মুদ্রাস্ফীতি কমেছে ৷ চলতি বছরের ফেব্রুয়ারিতে 3.75 শতাংশ থেকে মার্চে তা নেমে এসেছে 2.69 শতাংশে ৷ এক বছর আগে অর্থাৎ 2024 সালের মার্চে খাদ্যসামগ্রীর মুদ্রাস্ফীতি ছিল 8.52 শতাংশ ৷ গ্রামাঞ্চলে এই মুদ্রাস্ফীতি 2.82 শতাংশ এবং শহরে 2.48 শতাংশ বলে জানিয়েছে এমওএসপিআই রিপোর্ট ৷

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন