জন্মাষ্টমীর পুজোর নিয়ম থেকে তিথি , নক্ষত্রের তথ্য দেখুন বিস্তারিত

By Bangla News Dunia Dinesh

Updated on:

Bangla News Dunia , অমিত রায় :- ভগবান শ্রীকৃষ্ণের জন্মের দিনটিকে জন্মাষ্টমী হিসাবে পালন করেন হিন্দু ধর্মালম্বী মানুষেরা । এদিন ভগবান শ্রীকৃষ্ণকে বাল গোপাল রূপে পুজো করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে। ফলে এই বিশেষ দিনটিকে শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালন করা হয় । এই বছর ৩০ অগাষ্ট এই তিথি , তবে জেনে নিন এই বিশেষ দিনের শুভক্ষণ।

আরো পড়ুন :- মা লক্ষ্মীর কৃপা পেতে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীকে এই জিনিস গুলো অৰ্পন করুন 

৩০ আগস্ট সোমবার ভোরে এই বিশেষ দিনে রোহিনী নক্ষত্র শুরু হচ্ছে ঠিক সকাল ৬টা বেজে ৩৯ মিনিটে। যা শেষ হচ্ছে ৩১ অগাস্ট মঙ্গলবার সকাল ৯টা বেজে ৪৪ মিনিটে। আর অষ্টমী তিথি শেষ হচ্ছে সোমবার রাত ১ টা ৫৯ মিনিটে। যখন রোহিনী নক্ষত্রের উপস্থিতি থাকে তখন এই পুজো করা অত্যান্ত শুভ বলে মনে করা হয়। তার মাঝেও পঞ্জিকা অনুযায়ী সোমবার বেলা ১১টা ৫৯ মিনিট থেকে ১২টা ৪৪ মিনিট পর্যন্ত থাকছে শুভ যোগ। তবে যে কেউ মঙ্গলবার সকাল ৯টা বেজে ৪৪ মিনিট পর্যন্ত এই ব্রত পালন করতে পারবেন।

জন্মাষ্টমীর এই বিশেষ দিনে উপবাস করে পুজো করতে হয়। আগের দিন রাতে খাবার খেয়ে নিতে হবে। আর আগের দিন নিরামিষ খাবার খেতে হয়। পরদিন সকাল থেকেই শুরু হবে উপবাস। মধ্যরাত পর্যন্ত না খেয়ে শ্রীকৃষ্ণের ব্রত পালন করতে হয়।

আরো পড়ুন :- নিজের অজান্তেই জন্মছকে মঙ্গলের সমস্যা জীবনকে করে তোলে দুর্বিসহ , খুব সহজেই পান এর থেকে মুক্তি

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা কিছুটা কমলেও ঢিলেমি দেবেন না । এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :– জীবন সংগ্রামে জয়ী হতে এই নিয়মে ঘরে রাখুন তুলসী পাতা

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন