Bangla News Dunia, Pallab : ফের পাক-আফগান সীমান্তে মসজিদে বিস্ফোরণের (Blast in Mosque) ঘটনা জখম হলেন অন্তত ৪। পাকিস্তানের (Pakistan) ওয়াজিরিস্তানের ঘটনা। শুক্রবারের নমাজের সময় স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতাকে লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয় বলে অভিযোগ। সূত্রের খবর ঘটনার সময় মসজিদে উপস্থিত ছিলেন দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের জমিয়তে উলেমা ইসলাম-ফজল (JUI-F) নামে একটি রাজনৈতিক দলের নেতা আবদুল্লাহ নাদিম। তাঁকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। নাদিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে নাদিমের অবস্থা খুবই গুরুতর। দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার পুলিশ প্রধান জানিয়েছেন, মাওলানা আব্দুল আজিজ মসজিদে বিস্ফোরণে আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। আফগানিস্তানের সাথে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলের মসজিদে এই বিস্ফোরণের জন্য কে দায়ী তা এই মুহূর্তে স্পষ্ট নয়।
আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন
এর মাসখানেক আগে আফগান তালেবানদের ঐতিহাসিক প্রশিক্ষণ ক্ষেত্র পাকিস্তানের নওশেরা জেলার দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসায় আত্মঘাতী বোমা হামলায় জেইউআই-এস (JUI-F) নেতা মাওলানা হামিদুল হক হাক্কানি সহ আরও পাঁচজনের নিহত হওয়ার এক মাস পর এই হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস
আবার গত মঙ্গলবারই পাকিস্তানের বালোচিস্তানে একটি ট্রেন হাইজ্যাক করে বহু যাত্রীকে পণবন্দি বানায় বালোচিস্তান লিবারেশন আর্মি। দীর্ঘ অপারেশন চালিয়ে পাক সেনা পণবন্দিদের মুক্ত করলেও মৃত্যু হয়েছে অনেকের।