Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এবারে টানা ৪ দিন ছুটি! আর ছুটির তালিকা অনুসারে এই কথা শুনে রীতিমত খুশিতে ডগমগ সকলে। আমরা সকলেই জানি যে ছুটি (Holiday) পেতে আমাদের মধ্যে ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। কিন্তু একেবারে টানা ছুটি পেয়ে গেলে তো আর কোন কথাই নেই। আর পহেলা বৈশাখের আগে এমনই এক টানা ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
পশ্চিমবঙ্গে সরকারি ছুটির তালিকা ২০২৫
বছরের শুরুতেই পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে ছুটির তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। কিন্তু বছরের শুরু থেকে এখন পর্যন্ত তেমন কোন টানা ছুটি না থাকলেও এই এপ্রিল মাসে সরকারি অফিস, স্কুল, কলেজ ও বিশ্ব বিদ্যালয় গুলিতে টানা ৪ দিনের ছুটি থাকতে চলেছে! দেরি না করে এই সম্পর্কে জেনে নেওয়া যাক।
এপ্রিলে টানা ৪ দিন ছুটি
ইতি মধ্যেই গরমের দিন শুরু হয়ে গেছে এবং অনেকেই এখন গরমের ছুটি কবে থেকে শুরু হবে সেই জন্য অপেক্ষা করে আছে। কিন্তু এই ছুটি শুধুমাত্র স্কুল, কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের সকল পড়ুয়া ও সেখানে কর্মরত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য এই ছুটি সকল সরকারি কর্মীরা পায় না। এবারে তারা কি করে টানা ছুটি পাবে?
এপ্রিলে টানা ছুটি থাকবে!
এপ্রিল মাস মানেই অনেকের মনে বাংলা নববর্ষের কথা মাথায় আসে। হ্যাঁ, অবশ্যই পহেলা বৈশাখে ছুটি থাকবেই এবং তারই সঙ্গে আরও অনেক ছুটি পাবে সকলেই। সেই ছুটির তালিকা সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক যাতে সকলে সময় মত কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান বানিয়ে ফেলতে পারেন সবার আগেই। এবারে মনোযোগ দিয়ে এই সকল তথ্য সম্পর্কে জেনে নিন।
Holiday List of April 2025
আগামী ১৩ ই এপ্রিল নীল পুজো রবিবার, ১৪ তারিখ সোমবার বি আর আম্বেদকরের জন্ম দিনে এবং ১৫ তারিখ বাংলা নববর্ষ। তাই পর পর তিন দিন টানা ছুটি পাওয়া যাবে এবং যাদের শনিবার করে ছুটি থাকে তারা তো চার দিন ছুটি পেয়ে যাবে। কিন্তু যারা ছুটি পায় না তারা একেবারে ছুটি পাওয়ার জন্য শনিবারে CL নিয়ে নিলেই কেল্লাফতে! ছুটির তালিকা অনুসারে আরও তথ্য জেনে নেওয়া যাক।
টানা ৪ দিনের জন্য কোন এক জায়গায় ঘুরেও আসা যাবে তীব্র গরম শুরু হওয়ার আগে। এছাড়াও আরও কিছু ছুটি জেনে নিন এই মাসের বিগত ৬ ই এপ্রিল রাম নবমী রবিবার হওয়ার কারণের জন্য এই ছুটি মার গেছে এবং কোন অতিরিক্ত ছুটির ঘোষণাও করা হয়নি রাজ্য সরকারের তরফে। আজকে অর্থাৎ ১০ ই এপ্রিল মহাবীর জয়ন্তী উপলক্ষে ছুটি থাকবে।
আর ১৮ ই এপ্রিল গুড ফ্রাইডে থাকার জন্য ছুটি থাকবে। এছাড়াও মাসের শেষের দিন অর্থাৎ ৩০ তারিখে অক্ষয় তৃতীয়া কিন্তু এখন পর্যন্ত কোন ধরণের ছুটির ঘোষণা করা হয়নি এই দিন। আর নববর্ষের সময়ে এই ভাবে যদি কেউ ছুটির প্ল্যান করে নিতে পারে তাহলে সে টানা ছুটি পেতে সক্ষম হবে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
আরও পড়ুন:- প্রতিমাসে ফ্রিতে রেশন পেতে চান? তার জন্য কি করতে হবে? এক ক্লিকে জেনে নিন