টানা ৬ দিন ‘সবুজ’ শেয়ার বাজার, ভালো সময় কি ফিরছে? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- টানা ৬ দিন। পতনের বাজারের আতঙ্ক ভুলিয়ে দিয়ে ফের ঊর্ধ্বগামী হলো শেয়ার সূচক। মঙ্গলবার শেষ পর্যন্ত ৪১.৪০ পয়েন্ট উঠে দৌড় শেষ করেছে নিফটি ৫০। শেষ হয়েছে ২৪১৬৭.২৫ পয়েন্টে। অন্যদিকে সেনসেক্স উঠেছে ১৮৭.০৯ পয়েন্ট। দৌড় শেষ করেছে ৭৯৫৯৫.৫৯ পয়েন্টে। গোটা দিনের ট্রেডিংয়ে সেনসেক্স ছুঁয়েছিল ৭৯৮৪২ পয়েন্ট।

NSE-তে ১৫টি সেক্টোরাল সূচকের মধ্যে ১২টিই বেড়েছে। এ দিন লাফিয়ে বেড়েছে নিফটি ব্যাঙ্ক ও নিফটি ফিনান্সিয়াল সার্ভিস-এর সূচক। HDFC ব্যাঙ্ক ও ICICI ব্যাঙ্কের শেয়ার দর বেড়েছে এ দিনের সেশনে। এর ফলেই তার প্রভাব পড়েছে সূচকেও। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ইউএস ডলার ইন্ডেক্স দুর্বল হচ্ছে, সেই কারণেই ভারতের বাজারে বিনিয়োগ করার ঝোঁক বেড়ে থাকতে পারে আন্তর্জাতিক স্তরের বিনিয়োগকারীদের। ব্যাঙ্কের শেষ ত্রৈমাসিকের আয় অত্যন্ত ভালো হওয়ায় ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলি বিনিয়োগের লক্ষ্য হয়ে থাকতে পারে। এরই সঙ্গে অপরিশোধিত তেলের দামে স্থিরতা থাকায় তা বাজার বাড়তে সাহায্য করছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের প্রশাসনকে সেকেন্ডের মধ্যে…, কোন হুঁশিয়ারি দিলেন মোদির মন্ত্রী ?

এ দিন নিফটি সূচকের আলাদা করে নজর কেড়েছে HDFC ব্যাঙ্ক, ITC Ltd, মাহিন্দ্রা ও মাহিন্দ্রা লিমিটেড, ICICI ব্যাঙ্ক, হিন্দুস্তান ইউনিলিভারের স্টক। প্রতিটিই লাভ দিয়েছে। তবে ইনফোসিস, ভারতী এয়ারটেল, পাওয়ার গ্রিড, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের মতো সংস্থার স্টকের দর এ দিন পড়েছে।

নিফটি সেক্টোরাল সূচকগুলি দেখলে, ছবিটা আরও একটু স্পষ্ট হয়। অধিকাংশ সেক্টোরাল সূচক লাভ দিলেও নিফটি আইটি, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস এবং নিফটি এনার্জি ধাক্কা খেয়েছে।

বিএসই সেনসেক্সের মধ্যে ২৪৭৭টি স্টকের দাম বেড়েছে, ১৫০৯টি স্টকের দাম পড়েছে। অপরিবর্তিত রয়েছে ১৪৪টি স্টকের দাম।

আরও পড়ুন:- প্রায় দিনই মাথা যন্ত্রণা করছে, শরীরে কিছু বিপজ্জনক রোগ পাকছে? জানুন জরুরি তথ্য

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন