Bangla News Dunia, Pallab : সারা দেশেই বর্তমানে ডেঙ্গু একটি আতঙ্কের নাম। এডিস মশা কামড়ালে ৪-৬ দিনের মধ্যেই ডেঙ্গু জ্বর হয়। এডিস মশা সকাল এবং সন্ধ্যার আগে বেশি কামড়ায়, রাতে কামড়ায় না।
আরও পড়ুন : পেনশন না থাকলেও দুশ্চিন্তা নেই, LIC-এর এই ৪ স্কিম নিশ্চিত করবে অবসর জীবন
ডেঙ্গু জ্বরের লক্ষণ: হঠাৎ উচ্চ মাত্রার জ্বর যা ১০১ থেকে ১০৫ ডিগ্রী পর্যন্ত উঠতে পারে, কাঁপুনি দিয়ে জ্বর, বমি বমি ভাব, বমি হওয়া, চোখের নিচে ব্যথা, শরীরের জয়েন্টে ও মাংসপেশীতে ব্যথা, চামড়ায় রেশ বা ফুসকুড়ি উঠা, দাঁতের মাড়ি দিয়ে রক্ত যাওয়া, কালো রঙের পায়খানা হওয়া ইত্যাদি। এছাড়াও নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। যেমন- রক্তের প্লাটিলেট বা অনুচক্রিকা কমে যাওয়া।
ডেঙ্গু রোগীর খাবার: ডাবের পানি, খাবার সেলাইন, সবজির জুস, ফলের জুস, সুপ, জাও ভাত, লেবুর রস, কমলার রস, আনার, আনারস ও পেঁপে পাতার রস।
পরিক্ষা(টেস্ট):
(১) CBC-প্লাটিলেট কমে গিয়ে দের লক্ষ-এর নিচে গেলে।
(২) Dengu Ns1 Ag.
(৩) IgM+IgE
এ তিনটি পরিক্ষা ছাড়াও এজজিপিটি, এজজিওটি, আল্ট্রাসোনোগ্রাম, এক্স-রে ইত্যাদি পরিক্ষা করা যেতে পারে।
প্লাটিলেট বা অনুচক্রিকা রক্তের এক ধরণের ক্ষুদ্রকণিকা, যা রক্ত জমাট বাধতে ও রক্ত ক্ষরণ বন্ধ করতে সাহায্যে করে। স্বাভাবিক মানুষের রক্তে অনুচক্রিকার হাড় প্রতি ডেসিলিটারে দের থেকে চার লাখ। ডেঙ্গু জ্বর হলে এই অনুচক্রিকার পরিমাণ কমে যেতে পারে। তবে প্লাটিলেট কমলেই ডেঙ্গু জ্বর নয়, আরও অনেক ভাইরাস জ্বরেও প্লাটিলেট কমতে পারে।
কখন হোমিওপ্যাথি মেডিসিন প্রয়োগ করবেন ?
প্লাটিলেট ৩০ হাজারের নিচে নামলে হোমিওপ্যাথি ঔষদ সেবন করতে হবে। প্লটিলেট ১০ হাজারে নিচে নেমে গেলে নাক, দাঁত বা অন্য কোন স্থান থেকে রক্তপাত হয়ে রুগী অজ্ঞান হয়ে গেলে প্লাটিলেট দেওয়ার প্রশ্ন আসে।
প্রতিরোধ ও সতর্কতা : বাসা-বাড়ির আশে-পাশে পরিষ্কার-পরিছন্ন রাখতে হবে, ফুলের টপে পানি জমিয়ে রাখা যাবে না, এসির পানি জমিয়ে রাখা যাবে না, গাড়ির টায়ার, ডাবের খোসা অর্থাৎ পানি জমে থাকে এমন পাত্র সরিয়ে ফেলুন, মশা যাতে বংশ বিস্তার না করতে পারে সেটি ব্যবস্থা নিতে হবে, মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হবে, ছাদে যাতে পানি জমে না থাকে তা খেয়াল রাখতে হবে। জ্বরের তাপমাত্রা বৃদ্ধি পেলে ঠান্ডা পানিতে কাপড় ভিজিয়ে, ভেজা কাপর দিয়ে শরীর মুছে দিতে হবে বার বার ও পূর্ণ বিশ্রাম নিতে হবে।