তথ্যপ্রযুক্তি সেক্টরে চাকরির বড় সুযোগ, ৪৫ হাজার জনকে নিয়োগ করবে এই আইটি কোম্পানি

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- তথ্যপ্রযুক্তি সেক্টরের চাকরি নিয়ে অনিশ্চয়তার আবহেই সুখবর দিলেন ক্যাপজেমিনি ইন্ডিয়ার সিইও অশ্বিন ইয়ারদি। চলতি বছরে ৪০ হাজার থেকে ৪৫ হাজার জনকে নিয়োগ করতে পারে এই তথ্যপ্রযুক্তি সংস্থা। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন সংস্থার সিইও। ফরাসি এই তথ্যপ্রযুক্তি সংস্থার ভারতীয় শাখায় কর্মীর সংখ্যা প্রায় ১ লক্ষ ৭৫ হাজার।

ক্যাপজেমিনির কর্তা জানিয়েছেন, চলতি বছরে ৪০-৪৫ হাজার জনের মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশ অভিজ্ঞ কর্মী নেওয়া হবে। এর পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও নিয়োগ করা হবে। এর জন্য দেশের প্রথম সারির একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে পার্টনারশিপের কথাও জানিয়েছেন ক্যাপজেমিনি ইন্ডিয়ার সিইও।

ছাঁটাইয়ের আবহেও কর্মী নিয়োগ করলেও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধির কথাও জানিয়েছেন অশ্বিন। চলতি বছরে যে সমস্ত নিয়োগ করা হবে, তাতেও এআই-এ দক্ষতার বিষয়টি জোর দেওয়া হবে। ফ্রেশার্সদেরও শুরু থেকেই এ সংক্রান্ত প্রশিক্ষণের কথা জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিস গত সপ্তাহেই ১২ হাজার জনকে ছাঁটাইয়ের কথা জানিয়েছে। যার পর থেকেই তথ্যপ্রযুক্তি ইন্ডাস্ট্রিতে অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়েছে। কিন্তু টিসিএস ছাঁটাইয়ের খবর শোনালেও ইনফোসিস চলতি বছরে ২০ হাজার জনকে নিয়োগ করার পরিকল্পনার কথা জানিয়েছে। তার পর ক্যাপজেমিনির তরফ থেকেও এল নিয়োগের আশ্বাস। এর জেরে তথ্যপ্রযুক্তি শিল্পের চাকরি বাজারে গুমোট ভাব কিছুটা হলেও স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন:- কলকাতায় পা রাখছেন ফুটবলের রাজপুত্র মেসি, কবে আসছেন? জেনে নিন

আরও পড়ুন:- প্যান কার্ড থাকলেই পাবেন কড়কড়ে 5 লাখ টাকা। শর্তাবলী ও আবেদন পদ্ধতি জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন