Bangla News Dunia, Pallab : রাশিয়ার চোখে আর ‘সন্ত্রাসবাদী’ রইল না তালিবান। ২০০৩ সালে মস্কো-র তরফে তালিবানকে ‘সন্ত্রাসবাদী’ সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার রাশিয়ার সুপ্রিম কোর্ট তুলে নিল সেই নিষেধাজ্ঞা। এদিন প্রসিকিউটর জেনারেল ইগর ক্রাসনভের আরজির শুনানি ছিল। সেই শুনানি শেষেই জানিয়ে দেওয়া হল যে, তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা সরিয়ে নিচ্ছে রাশিয়া। প্রসঙ্গত, ২০২৪ সালে রুশ প্রশাসনের সঙ্গে কূটনৈতিক বৈঠক হয় তালিবানের প্রতিনিধিদের। সেই সময়েই এই ঘটনার আভাস পাওয়া গিয়েছিল।
আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন
আমেরিকান সেনা ২০২১ সালে আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর থেকেই সেই দেশের ক্ষমতা দখল করে তালিবান। তবে এখন পর্যন্ত তাঁদের স্বীকৃতি জানায়নি কোনও দেশ। সূত্রের খবর, ২০১৫ সাল থেকেই মস্কো গোপনে তালিবানদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। ২০২২ সালে তালিবানের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। এই আবহে গত বছরের শেষে রাশিয়ার নিম্নকক্ষে পাশ হওয়া এক নতুন আইনকে ঘিরে আশার আলো দেখতে শুরু করে তালিবান। এই নতুন আইনে বলা হয়, পূর্বে যাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, তাদের মধ্যে কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে, যে তালিকায় রয়েছে তালিবানের নাম। অবশেষে সেই সিদ্ধান্তে এদিন সীলমোহর দিল মস্কো এবং প্রায় দুদশক পরে তালিবানের ওপর থেকে সন্ত্রাসবাদী তকমা সরিয়ে নিল তাঁরা।
আরও পড়ুন : পাক-অধিকৃত কাশ্মীর শীঘ্রই ফিরছে ভারতের হাতে? জানতে বিস্তারিত পড়ুন