Bangla News Dunia, Pallab : দু’দিনের মালদ্বীপ (Maldives) সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi in Maldives)। শুক্রবার মালদ্বীপের রাজধানী মালের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মোদির বিমান। সেখানে তাঁকে স্বাগত জানান মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু (Mohamed Muizzu)। বিমানবন্দরে নেমেই বুকে টেনে নেন মুইজ্জুকে।
আরও পড়ুন : কীভাবে ডাউনলোড করবেন ২০০২ সালের ভোটার তালিকা ? দেখে নিন
ব্রিটেন সফর সেরে মালদ্বীপ পাড়ি দিয়েছেন মোদি। এদিন মালেতে ‘বন্দে মাতরম’ এবং ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিতে মোদিকে স্বাগত জানান মালদ্বীপের সাধারণ মানুষ। পরে মোদির সঙ্গে সাক্ষাৎ করেন মালদ্বীপের প্রবাসী ভারতীয়রাও। মোদিকে মালদ্বীপে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন মুইজ্জুই। ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, ২০২৩ সালে মুইজ্জু প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম বিদেশের কোনও রাষ্ট্রপ্রধান মালদ্বীপে গেলেন।
এদিন প্রধানমন্ত্রী মলদিভিয়ান ভাষায় এক্স হ্যান্ডেলে লেখেন, ‘প্রেসিডেন্ট মুইজ্জু নিজে আমাকে স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছেন। আশা করি ভারত-মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক এবার নতুন উচ্চতায় পৌঁছোবে।’
މާލެ އާދެވިއްޖެ. އަޅުގަނޑަށް މަރްޙަބާ ކިޔުމަށް ރައީސް މުޢިއްޒު އެއަރޕޯޓަށް ވަޑައިގެންނެވުމުން ވަރަށް އުފާކުރަން. އިންޑިއާ އާއި ދިވެހިރާއްޖޭގެ ގުޅުން ކުރިއަށް އޮތްދުވަސްތަކުގައި އާ އުސްމިންތަކަކަށް އުފުލިގެންދާނެކަން އަޅުގަނޑަށް ޔަޤީން.@MMuizzu pic.twitter.com/JHmGkGrrxV
— Narendra Modi (@narendramodi) July 25, 2025
প্রসঙ্গত, সে দেশের ৬০তম জাতীয় দিবসের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল নমোকে। সেই ডাকে সাড়া দিয়ে তাঁর মালদ্বীপ সফর। এদিন এবং আগামীকাল দু’দিনের সফরে মুইজ্জুর সঙ্গে বৈঠকে বসবেন মোদি। এছাড়াও ভারতের সহায়তায় তৈরি হওয়া একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। বিশ্লেষকদের মতে, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা ও ভারতের কৌশলগত স্বার্থ রক্ষার দিকে গুরুত্ব দেবে এই সফর। মোদি জানান, ভারত-মালদ্বীপ কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তির কারণে চলতি বছরটি দুই দেশের কাছে গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি এবং সমৃদ্ধির লক্ষ্যে দুই দেশের সহযোগিতা এবং বোঝাপড়া আরও বৃদ্ধি পাবে। তবে এই পরিস্থিতিতে চিন কিছুটা চাপে থাকবে বলে মত বিশ্লেষকদের। কারণ বেজিং চেয়েছিল মালদ্বীপকে ব্যবহার করে ভারতকে বিপাকে ফেলতে।
আরও পড়ুন : হার্টের সমস্যার ক্ষেত্রে সেরা হোমিওপ্যাথি চিকিৎসা !