গরমের তাপমাত্রা যখন ৪০ ডিগ্রির ঘরে পৌছেছে, তখন শহরবাসীর জন্য এসি লোকাল ট্রেন (AC Local Train) যেন এক আশীর্বাদ। রোজ অফিস যাতায়াত কিংবা কলেজ গামী ছাত্র ছাত্রীদের জন্য এই এসি ট্রেন হতে চলেছে গেম চেঞ্জার। পরিবহণ দপ্তরের এক নতুন পদক্ষেপে শহরের প্রথম এয়ার কন্ডিশনড লোকাল ট্রেন আনুষ্ঠানিকভাবে চালু হল আজ থেকেই লক্ষ লক্ষ যাত্রীদের জন্য।
আরও পড়ুন : কিডনি স্টোন গলিয়ে বের করে দেবে এই পাতা, জানতে বিস্তারিত পড়ুন
তীব্র গরমে যাত্রীদের স্বস্তি, চালু হল শহরের প্রথম এসি লোকাল ট্রেন
এই ট্রেন চালুর ফলে শহরের যাত্রীদের যাতায়াতে বড় বদল আসবে বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞরা। এই এসি ট্রেনটি প্রাথমিক ভাবে শহরের গুরুত্বপূর্ণ রুটে চালু করা হয়েছে, যেখানে যাত্রী সংখ্যা সব থেকে বেশি। আপাতত দিনে ৬ টি ট্রিপ চালানো হবে — সকাল, দুপুর ও সন্ধ্যার ব্যস্ত সময়কে কেন্দ্র করে।
কত ভাড়া পড়বে এসি লোকাল ট্রেনে?
- 0 – 10 কিমি – 25
- 10 – 20 কিমি – 35
- 20 – 30 কিমি – 45
এসি ট্রেনের বিশেষ বৈশিষ্ট্য
- প্রতিটি কোচে হাই পাওয়ার্ড এসি ইউনিট
- ডিজিটাল ডিসপ্লে ও অ্যানাউন্সমেন্ট সিস্টেম
- বায়ো টয়লেট সুবিধা
- আধুনিক সিটিং এরেঞ্জমেন্ট
- সিসিটিভি ক্যামেরা দ্বারা নিরাপত্তা নিশ্চিত
কারা বেশি উপকৃত হবেন এই ট্রেন থেকে?
- অফিস গামী যাত্রীদের
- স্কুল কলেজ গামী ছাত্র ছাত্রীদের
- প্রবীণ নাগরিক ও মহিলাদের জন্য আরাম দায়ক যাত্রা
- দীর্ঘ দূরত্বের মধ্যবর্তী যাত্রীদের জন্য বিশ্রামের ব্যবস্থা
আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি