Bangla News Dunia, দীনেশ :- জাতীয় পতাকায় মোড়া কফিনে প্রিয়তম স্বামীর দেহ। মঙ্গলবার জঙ্গিদের বুলেটের (Pahalgam Terror Attack) সঙ্গেই মাত্র ৭ দিনের বিবাহিত জীবনের শেষ হয়ে গিয়েছে হরিয়ানার গুরুগ্রামের বাসিন্দা হিমাংশী নরওয়ালের (Himangshi Narwal)। গতকালই পহেলগাঁওয়ের বৈসরনে নিথর স্বামী বিনয় নরওয়ালের দেহের পাশে তার চুপচাপ বসে থাকার ছবি ঘুরে বেরিয়েছে আসমুদ্র হিমাচল। আজ সেই তরুণীই স্বামীর কফিনের সামনে দাঁড়িয়ে স্যালুট ঠুকলেন। বুধবার দিল্লি বিমানবন্দরে স্বামীর কফিনবন্দি দেহের সামনে অঝোরে কাঁদতে কাঁদতে হিমাংশী বলতে থাকেন, ‘প্রার্থনা করি, তোমার আত্মা যেন শান্তি পায়…তুমি আমাদের গর্ব।’ এরপর তাঁকে সামলাতে দেখা যায় পরিবারের অন্যদের। কফিনের পাশে দাঁড়িয়ে স্যালুট ঠোকেন হিমাংশী।এদিন যখন দিল্লি বিমানবন্দরে নৌসেনার তরফে বিনয় নরওয়ালকে শেষ শ্রদ্ধা জানানো হয়, তখনই সেখানে উপস্থিত ছিলেন হিমাংশী ও তার পরিবারের অন্য সদস্যরাও। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী লেফটেন্যান্ট বিনয়কে শেষ শ্রদ্ধা জানান।
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।
আরও পড়ুন : পাক-অধিকৃত কাশ্মীর শীঘ্রই ফিরছে ভারতের হাতে? জানতে বিস্তারিত পড়ুন
গত ১৬ এপ্রিল বিয়ে হয় বিনয় নরওয়াল ও হিমাংশীর। বিনয় কেরালার কোচিতে থাকেন। হিমাংশীর বাড়ি হরিয়ানার গুরুগ্রামে। ১৯ এপ্রিল বিয়ের প্রীতিভোজের পর মধুচন্দ্রিমায় ইউরোপ যাওয়ার পরিকল্পনা বাতিল করে কাশ্মীর যেতে চান দম্পতি। সব ঠিকই ছিল। গতকাল বৈসরন ভ্যালিতে ভেলপুরি খাচ্ছিলেন দুজনে। সেই সময়ই হটাৎই হামলা চালায় কতিপয় জঙ্গি। কিছু বুঝে ওঠার আগেই একে ৪৭ রাইফেলের গুলি ঝাঁজরা করে দেয় স্বামীকে। হিমাংশী জানিয়েছেন, সিঁথিতে সিঁদুর দেখে হিন্দু হিসেবে চিহ্নিত করে গুলি চালানো হয়। সব মিলিয়ে হত্যা করা হয় ২৬ জন পর্যটককে।
আরও পড়ুন:- গরমে তেষ্টা মেটাতে Cold Drink পান করছেন ? শরীরের কী ক্ষতি হচ্ছে জানুন
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের প্রশাসনকে সেকেন্ডের মধ্যে…, কোন হুঁশিয়ারি দিলেন মোদির মন্ত্রী ?