দলীয় সাংসদের নামে কুরুচিকর মন্তব্য! মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রামের তৃণমূল (TMC) বিধায়ক কানাই মণ্ডলকে তলব করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী (Subrata Bakshi)। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় মুর্শিদাবাদের রাজনৈতিক মহল।
জানা গিয়েছে, নবগ্রামের তৃণমূল বিধায়ক তাঁরই দলের সাংসদ তথা প্রেসিডেন্ট খলিলুর রহমানকে উদ্দেশ্য করে বলেন, ‘কী দাম আছে প্রেসিডেন্টের? ওরকম প্রেসিডেন্ট মেলা আছে? এদিক ওদিকে ঘুরে বেড়ায় রাস্তায়।’ এমনকি নানা কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে। যা নিয়ে বিপাকে পড়েছেন তিনি।
এবিষয়ে কানাই মণ্ডলের বক্তব্য, ‘আমাকে যে বিষয়ে তলব করা হয়েছে, তা নিয়ে আমি শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলব। এর বাইরে এখন কিছু বলার নেই।’ পাশাপাশি, সাংসদ খলিলুর রহমান জানান, দলের সর্বোচ্চ নেতৃত্ব যেটা ভালো মনে করেছেন সেইমতো ব্যবস্থা নিয়েছেন।